চর্চার মধ্যমণি রাজীব, মুকুল জায়ার শ্রাদ্ধানুষ্ঠানেও হাজির বিজেপি নেতা

0
55

কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই নজরে রয়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী তথা বর্তমানে ডোমজুরের পরাজিত বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ঠিক আগেই তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাঁর পুরানো কেন্দ্র থেকেই বিজেপি তাঁকে প্রার্থী করলেও হেরেছেন। ২ মে ফল প্রকাশের পর থেকেই বিজেপিতে বেসুরে বাজছেন রাজীব। এবার জল্পনা উস্কে আবারও মুকুল রায়ের স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

২০১৬ সালে হাওড়ার ডোমজুর থেকে তৃণমূলের হয়ে জিতেছিলেন রাজীব। শুধু জেতাই নয় রাজ্যের মধ্যে সবথেকে বেশী ভোটে তিনই জয়লাফ করেছিলেন। কিন্তু বিজেপিতে যোগ দিয়ে সেই জয় ধরে রাখতে তো পারেননি সেই সঙ্গে হয়েছেন পরাজিত। বিজেপির বাংলায় ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন ভাঙার পর থেকেই ফের পুরানো দল তৃণমূলে ফিরতে চাইছেন রাজীব। একাধিক তৃণমূল নেতার সঙ্গে সাক্ষাৎ করতেও দেখা গিয়েছে। তবে দলে ফেরানো হবে কিনা তা জানানো হয়নি। মুকুল রায়ের স্ত্রী প্রয়াত হওয়ার পরেই তাঁকে দেখা গিয়েছিল সদ্য তৃণমূলে ফেরা নেতার বাড়িতে। মুকুল রায়ের স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানে মিলল দেখা।

- Advertisement -

আরও পড়ুন- ডেল্টার ভয়াবহতার মাঝেই বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৯ কোটি

সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে রাজীববাবুকে নিয়ে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তবে মুকুল রায়ের বাড়িতে যাওয়া নিয়ে কোনও রাজনীতি নেই বলেই দাবি করেছেন বিজেপি নেতা। তিনি বলেছেন, ‘মুকুলদাকে অনেকদিন চিনি। বউদির সঙ্গেও পরিচয় ছিল। অনেক কথা হয়েছে। ওনার অসুস্থতার সময় হাসপাতালে গিয়েছি। আজ এখানে এসেছি তাঁর আত্মার শান্তি কামনায়।’ তবে তিনই যাই বলুক না কেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই সক্রিয় হওয়া মুকুল রায়ের বাড়িতে কারণ ছাড়া গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এটা মানতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ।

উল্লেখ্য, করোনা পরবর্তী অসুস্থতা নিয়ে গত ৬ জুলাই মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের চেন্নাইয়ে মৃত্যু হয়। বৃহস্পতিবার ছিল তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। সেই অনুষ্ঠানে গিয়েছিলেন, পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, বিজেপি নেতা সব্যসাচী দত্ত, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচীর দত্তের উপস্থিতি দলবদলের জল্পনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে।