মহারাষ্ট্রের আদলে বাংলাতে মমতার বিড়ম্বনা বাড়াতে তৈরি হচ্ছে টিম শুভেন্দু

0
66

কলকাতা: বিধানসভায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে শুভেন্দু অধিকারী সহ বিজেপির সাত বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার৷ ওই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিড়ম্বনায় ফেলতে মহারাষ্ট্রের আদলে হাঁটতে চাইছে বঙ্গ বিজেপি৷ সূত্রের খবর, স্পিকারের ‘একপেশে’ সিদ্ধান্তের প্রতিবাদে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী৷

বিজেপি সূত্রের খবর, গত বছরের জুলাই মাসে মহারাষ্ট্র বিধানসভায় বিশৃঙ্খলার অভিযোগে বিজেপির ১২ জন বিধায়কের উপর অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন অর্ডার জারি করেছিল শিবসেনা সরকার৷ ওই ঘটনার প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সম্প্রতি শিবসেনা সরকারের ওই নির্দেশিকা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷ স্বভাবতই, মহারাষ্ট্রের ওই নমুণাকে সামনে রেখেই শীর্ষ আদালতে দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির৷

- Advertisement -

বস্তুত, গত ২৮ মার্চ নজিরবিহীনভাবে বিধানসভার অলিন্দে হাতাহাতিতে জড়াতে দেখা গিয়েছিল শাসক-বিরোধী দু’দলের বিধায়ককে৷ বগটুই গণহত্যার প্রতিবাদকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত৷ শুভেন্দুর অভিযোগ ছিল, সাদা পোশাকে পুলিশ দিয়ে মারধর করা হয়েছে৷ পরে তাতে হাত লাগায় শাসকদলের বিধায়কেরা৷ দু’পক্ষের ওই হাতাহাতির ঘটনায় গুরুতর জখম হন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর নাক ফেটে যায়৷ অন্যদিকে বিজেপি বিধায়ক মনোজ টিগগার জামা ছিঁড়ে দেওয়া হয়। চন্দনা বাউড়ি, তাপসীমালিকের মতো মহিলা বিধায়কদেরও আক্রমণ করা হয় বলে অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। পাল্টা হিসেবে গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিধানসভার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সরব হয়েছিলেন শাসকদলের বিধায়কেরা৷

ওই ঘটনায় শুভেন্দু সহ বিজেপির সাত বিধায়ককে সাসপেন্ড করে সরকার। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, আপাতত মাসিক এবং দৈনিক বিধায়ক ভাতার টাকা বন্ধ থাকবে শুভেন্দু সহ সাত বিজেপি বিধায়কের। এমনকি সাসপেন্ডের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বিধানসভার কোনও স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উপস্থিত হওয়া তো দূরে থাক, বিধানসভার লবিতেও যাওয়ার অধিকার থাকবে না। এমনকি বিরোধী দলনেতার জন্য বিধানসভায় শুভেন্দুর বরাদ্দ চেম্বারেও তাঁর প্রবেশাধিকার থাকছে না৷ এরই প্রতিবাদে এবার সুপ্রিমকোর্টে যাচ্ছে টিম শুভেন্দু৷

বস্তুত, স্পিকারের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সেদিনই টুইটে ক্ষুব্ধ শুভেন্দু লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতো পরিস্থিতি চলছে। টানা বিরোধিতার মুখে পড়ে এই প্রথম বার মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। আর তাই বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে।’’

আরও পড়ুন: দেখতে হুবহু ক্রিকেট বল, ওপারের ককটেল বোমা এবার বাংলায়