একসময়ের বিহারেই ছিল আজকের আফগানিস্তান, মত বিজেপি নেতার

0
146

খাস খবর ডেস্ক : প্রবীণ বিজেপি নেতা সুশীল কুমার মোদী বুধবার বলেছেন, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব তার দুঃশাসনের সময় বিহারকে বর্তমান আফগানিস্তানে পরিণত করেছিলেন।

আরও পড়ুন : কাস্তে হাতুড়ি সঙ্গত্যাগ ফরওয়ার্ড ব্লকের

- Advertisement -

সুশীল কুমার মোদী টুইট করেছেন, “লালু-রাবড়ির অপশাসনে, অপহরণ শিল্প বন্দুকের জোরে বিকশিত হয়েছিল, ১০০ টিরও বেশি গণহত্যা সংঘটিত হয়েছিল এবং মহিলারা ঘর থেকে বের হতে ভয় পেত সেই সময়। শিক্ষা ও উন্নয়ন আটকে ছিল। লালু প্রসাদ তার যুগে বিহারকে আফগানিস্তানের মতো করে তুলেছিলেন”।

আরও পড়ুন : করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের ব্যাপারে সতর্ক বাণিজ্য নগরী

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে তালিবানের তুলনা করার জন্য সুশীল কুমার মোদী আরজেডির বিহার ইউনিট প্রধান জগদানন্দ সিং -এর বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান।“লালু যখন কারাগারে গেলেন, জগদানন্দ সিং, যিনি তার ছেড়ে যাওয়া সরকার পরিচালনা করেছিলেন, তিনি আরজেডিতে লুকিয়ে থাকা তালেবানদের দেখেননি?” বললেন সুশীল মোদী।

আরও পড়ুন : মমতার কথা শুনলেন না কেজরিওয়াল

বিজেপি সাংসদ আরও বলেছেন যে, জগদানন্দ সিং তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, কারণ তিনি লালু যাদবের ছোট ছেলে তেজস্বী যাদবের ইচ্ছানুযায়ী কাজ করার জন্য প্রচণ্ড চাপে আছেন এবং বড় ছেলে তেজপ্রতাপ যাদবের অপমানের মুখোমুখি হয়ে চলেছেন।

আরও পড়ুন : তালিবানকে ভদ্র হতে বার্তা চিনের

বিহারের একসময়ের রাবড়ি দেবীর শাসনের অন্ধকারময় অধ্যায় যে এখনও বিহারের রাজনীতিতে যথেষ্ট প্রাসঙ্গিক, তা ফের বুধবার বোঝা গেল সুশীল কুমার মোদীর বক্তব্যে বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।