বেকারির মাধ্যমে স্বামীর প্রতারণা ধরলেন স্ত্রী

0
100

খাস খবর ডেস্ক: এ যেন বইয়ের পাতা থেকে উঠে আসা ঘটনা। কিংবা সেলুলয়েডের দৃশ্য।স্ত্রীকে প্রতারণা করে আসছিলেন স্বামী। কিন্তু স্ত্রী সেটি ধরতে পারেননি। অবশেষে ধরতে পারলেন এক বেকারির মাধ্যমে।

খাস খবর অ্যাপের লিঙ্ক:
https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ঘটনার সূত্রপাত ভ্যালেন্টাইনস ডে-র প্রাক্কালে। স্বামীর ব্যাঙ্ক স্টেটমেন্টে অস্বাভাবিক লেনদেন দেখে সন্দেহ হয় জনৈকা মহিলার। তিনি তখন যে নম্বরে টাকা পাঠানো হয়েছে, সেখানে যোগাযোগ করেন। এটি ছিল একটি বেকারির নম্বর। বেকারকে মহিলাকে জিজ্ঞেস করেন, কেন তাঁকে তাঁর (ওই মহিলা) স্বামী টাকা পাঠিয়েছেন।

জবাবে বেকার সত্যি কথাই বলেন। জানান, তিনি একটি বেকারি চালান। আর মহিলার স্বামী তাঁর কাছে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে একটি বিশেষ খাবারের অর্ডার দিয়েছেন। তখন যেন নিজের ভুল বুঝতে পারেন মহিলা। বলেন, “অস্বাভাবিক লেনদেন ভেবে আমি প্রথমে খারাপটাই ধরে নিয়েছিলাম। এখন আমি আমার স্বামীকে সন্দেহ করার জন্য লজ্জা পাচ্ছি।”

আরও পড়ুন: এমন এক পৃথিবী, যেখানে কুকুর-মানুষ এক হয়ে যায়

গোটা ঘটনাটিই অন্য একজন বেকার টিকটকে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন। কিন্তু উল্লেখ্য, এখন ওই মহিলার বদলে তারাই লজ্জা পাচ্ছেন। কারণ উক্ত মহিলা ভ্যালেন্টাইনস ডে-র দিন তাঁর স্বামীর থেকে ফুল ছাড়া আর কিছুই পাননি।

এতে মহিলার সন্দেহ হলে তিনি বেকারিতে পুনরায় ফোন করেন। তখনই জানা যায় আসল সত্য। মহিলার স্বামী naughty message berries -এর একটি সেট কিনেছেন। এরপরই মহিলা মুখোমুখি হন তাঁর স্বামী। যিনি পরবর্তীতে বেকারিতে গিয়ে দাবি জানান, তারা যেন তাঁর স্ত্রীকে বলে ভুল তথ্য দেওয়া হয়েছে।