‘দিলীপদা আর নেই’, রক্তদানে স্মৃতি তর্পণ করলেন অনুগামীরা

0
71

বাঁকুড়া: রক্তদানে স্মৃতি তর্পণ। অকালে প্রয়াত দিলীপ সিংহমহাপাত্রের স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে অষ্টম বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হল বাঁকুড়ার সিমলাপালে। সোমবার ‘দিলীপ স্মৃতি সুরক্ষা সংঘে’র উদ্যোগে স্থানীয় সুপার মার্কেটে আয়োজিত এই শিবিরে ১০ জন মহিলা সহ ৬৩ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং খাতড়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা।

প্রসঙ্গত, গত ২০১৫ সালের ২৯ মে অর্থাৎ আজকের দিনে অগ্নিনির্বাপন দপ্তরে কর্মরত অবস্থায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সিমলাপালের দিলীপ সিংহমহাপাত্রের। পরে ২০১৬ সাল থেকে তাঁর স্মৃতিকে উজ্জ্বল করে রাখতে ‘রক্তদানে স্মৃতি তর্পণ’ এর সূচনা করেন দিলীপ স্মৃতি সুরক্ষা সংঘ৷ সেই থেকে ফি বছরই সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷

- Advertisement -

এদিনের এই রক্তদানকে ঘিরে এলাকার মানুষের ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে। প্রয়াত দিলীপ সিংহমহাপাত্রের পরিবার, আত্মীয় স্বজনের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিলেন বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। বস্তুত, এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন চিকিৎসকেরাও৷ তাঁরা বলছেন, রক্তদান নিঃসন্দেহে মহৎ দান৷ মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম৷ তাই আরও বেশি বেশি করে এমন উদ্যোগ পালিত হলে আদতে রক্তের অভাবে কাউকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে না৷

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানোর গুরুতর অভিযোগ, হাই কোর্টে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষকেরা