মা কালী কেন বসন পরেন না

0
195

বিশ্বদীপ ব্যানার্জি: “বসন পরো মা…” সাধক রামপ্রসাদ সেই কবেই লিখে গিয়েছেন এই লাইন। কিন্তু মা কেন বসন পরেন না? সেটা জানা আছে কি? হিন্দু ধর্মে সাধারণত সমস্ত দেবদেবী-ই বস্ত্র এবং নানাবিধ অলংকার দ্বারা সুসজ্জিত। ব্যতিক্রম কেবল মহাদেব আর তার শক্তি দেবী কালিকা।

আরও পড়ুন: তারাপীঠের তারা মায়ের রয়েছে একটি বোন, জানেন কে তিনি

- Advertisement -

মহাদেব তবু বাঘছাল পরিধান করেন। সাপ তাঁর অলঙ্কার। কিন্তু দেবী কালিকা দিগম্বরী। কিন্তু কেন তিনি দিগম্বরী? শাস্ত্র এর যে ব্যখ্যা দেয়, তা রীতিমত চমকপ্রদ। দেবী কালী আদ্যাশক্তি মহামায়া। এই ব্রহ্মাণ্ডের সকল শক্তির উৎস তিনি-ই। তিনি মহাশক্তি। আর এ কারণেই মা বসন পরেন না।

বসন বা বস্ত্র হল আচ্ছাদন। শরীরকে ঢেকে রাখার কাজে ব্যবহৃত হয়। কিন্তু শাস্ত্র বলে, মা কালীকে আচ্ছাদিত করার মত পোশাক হওয়া অসম্ভব। কারণ দেবী মহাশক্তি। আর মহাশক্তিকে আচ্ছাদিত করতে পারে, এমন পোশাক কোথায়? এছাড়া আরও একটি ধারণা রয়েছে।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

দেবী কালিকাকে মনে করা হয় অসীম। এই কারণেই তাঁকে ঢেকে রাখার মত পোশাক হয় না। দেবী নিজেই সকলকে ধারণ করেন। তাঁকে ধারণ করবে কে? এই কারণেই দেবী নগ্নিকা।