The legend of Bhagat Singh : প্রধান চরিত্রে সুযোগ পাননি সহচরিত্রে অভিনয় করেও গর্বিত ভাস্বর

0
55

বিনোদন ডেস্ক : সালটা ছিল ২০০২ বীর যোদ্ধা ভগত সিং’এর জীবন কাহিনীকে রূপোলী পর্দায় তুলে ধরা হল,’The legend of Bhagat Singh’। মুখ্য চরিত্রে ভগত সিং’এর ভূমিকায় অভিনয় করেন বলিস্টার অজয় দেবগণ। সুখদেবের ভূমিকায় দেখা যায় সুশান্ত সিং’কে , অভিনেতা সন্তোষ কে দেখে যায় রাজগুরু চরিত্রে। সেসময়ে বক্স অফিসে প্রচুর জনপ্রিয়তা পাওয়া এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকার সুযোগ পাননি অভিনেতা ভাস্বর চট্টপাধ্যায় । তা সত্ত্বেও রূপোলী পর্দায় ভগত সিং-এর পাশে থাকতে পেরে গর্বিত তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি পোস্ট করেন অভিনেতা। ছবিতে এক ফ্রেমে অজয় দেবগনকেও দেখা যায় ভগত সিং চরিত্রে। ছিপছিপে চেহারা, পরণে অফ হোয়াইট জামা , পেতে আঁচড়ানো চুল ,সবে রেখা উঠেছে গোঁফের । অভিনেতার এমন রূপ দেখে চেনা দায়, ইনি আজকের ভাস্বর চট্টপাধ্যায়কে।

- Advertisement -

এছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “23শে মার্চ,ইতিহাসের পাতায় স্মরনীয় একটি দিন।এই দিনেই ভগত সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমি খুবই গর্বিত কারণ রাজকুমার সন্তোষী পরিচালিত দ্য লেজেন্ড অফ ভগত সিং-এর আমি একটি অংশ ছিলাম যেখানে আমি বটুকেশ্বর দত্তের ভূমিকায় অভিনয় করেছি। যিনি ভগত সিং এর সাথে সমাবেশে বোমা হামলা করেছিলেন এবং ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।” অভিনেতার পোস্টে অনুরাগীদের কমেন্টের ভিড়। কমেন্ট বক্সে প্রশংসার ঝড় তুলেছেন নেটিজেনরা।