আয়তন ৫৫০ স্কোয়ার মিটার, নাগরিক ৩ জন, চিনে নিন পৃথিবীর ক্ষুদ্রতম দেশকে

0
199

খাস খবর দেশ: মাত্র তিনজন বাসিন্দা। তাঁদের নিয়েই আস্ত একটি দেশ। যার আয়তন মাত্র ৫৫০ স্কোয়ার মিটার। এটিই পৃথিবীর সবথেকে ছোট দেশ। নাম ‘প্রিন্সিপালিটি অব সিল্যান্ড’ বা শুধু ‘সিল্যান্ড’।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

এতেই শেষ নয়। আর পাঁচটা দেশের মত এই ৫৫০ স্কোয়ার মিটারের সিল্যান্ডেরও রয়েছে নিজস্ব মুদ্রা, পাসপোর্ট, রাজধানী প্রভৃতি। যা সত্যিই অবাক করে দেওয়ার মতই। ইংল্যান্ডের উত্তর সাগরে পৃথিবীর সবথেকে ক্ষুদ্র এই রাষ্ট্রের অবস্থান। আসলে এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত এক সমুদ্র বন্দর।

বা সমুদ্র দুর্গও বলা যেতে পারে। জার্মান সেনা যেকোনও সময় সমুদ্র পথে আক্রমণ করতে পারে, এই আশঙ্কায় উপকূল থেকে সমুদ্রের মাঝে ১০ কিলোমিটার দূরে বানানো হয়েছিল মউনশেল সি ফোর্ট। এখান থেকে শত্রুদের জাহাজে নজর রাখার পাশাপাশি প্রয়োজনে আক্রমণের দায়িত্ব সামলানো হত। এরপর একসময় যুদ্ধের অবসান ঘটল। সেইসঙ্গে পরিত্যক্ত হল এই দুর্গ। অবশেষে ১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাডাজ রায় বেটস এই সমুদ্র দুর্গটির অধিকার পান।

আরও পড়ুন: ইউক্রেনকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন দুই দেশের রাষ্ট্রপ্রধানের

এরপর তিনিই এটিকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। পৃথিবীর আর কোনও রাষ্ট্র সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও বিরোধিতাও করেনি। এই দেশটির রাজধানীর নাম এইচ এম ফোর্ট রাফস। অন্যদিকে ভাষা ইংরেজি এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার। যদিও বাইরের কোনও দেশে এই মুদ্রা অচল। মাত্র তিনজনের এই দেশের নাগরিকরা সকলেই বেটস পরিবারের। তাঁরাই এই দেশের রাজা, রানি এবং রাজপুত্র।