ইউক্রেনকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন দুই দেশের রাষ্ট্রপ্রধানের

0
91

খাস খবর ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয়েছে রাশিয়ার আগ্রাসন। প্রায় ৩ মাস হতে চলল সেই আগ্রাসন থামার নাম নেই। বরং নিত্যদিন যেন নতুন করে ঘি পড়ছে আগুনে। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই রাশিয়ার বিরোধিতায় সরব পশ্চিমা দুনিয়া তথা বাকি ইউরোপ।

আরও পড়ুন: বিদেশের মাটিতে হেনস্থার শিকার রাষ্ট্রদূত, ছোঁড়া হল লাল রং

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

পাশাপাশি সমবেদনা তৈরি হচ্ছে অসহায় ইউক্রেনের জন্যও। এরই আরও এক চিত্র ফুটে উঠল সম্প্রতি। এই মুহূর্তে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ জার্মানিতে। তাঁর এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের উপস্থিতিতে এক বিশেষ সম্মান প্রদর্শন করা হল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে।

বার্লিনের বিখ্যাত ব্র্যান্ডেনবার্গ গেটে সোমবার সন্ধ্যায় এই সম্মান প্রদর্শন করা হয়েছে। এই সময় আলোর রোশনাইয়ে ইউক্রেনের জাতীয় পতাকার নীল-হলুদ রংয়ে রঞ্জিত করা হয় ব্র্যান্ডেনবার্গ গেটটিকে। “যুদ্ধ নয় শান্তি চাই”, এই বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুদ্ধে শহীদ হওয়া ইউক্রেনীয় সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন করাই ছিল এই কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য। যখন উপস্থিত ছিলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ।

যুদ্ধ শুরুর আগে থেকেই রাশিয়ার বিরোধিতায় সরব ফ্রান্স এবং জার্মানি। আরও একবার সেই ছবিই ফুটে উঠল।উল্লেখযোগ্য যেটা, সোমবার অর্থাৎ ৯ মে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় দিবস। সেদিনই এহেন ঘটনা। তা-ও কোথায়? সেই জার্মানিতে, যাদের বিরুদ্ধে জয়ের জন্যই স্মরণীয় হয়ে রয়েছে ৯ মে।