কবিতা লেখার জন্য ফিজির হাইকমিশন থেকে সম্মানিত করা হল বাংলার এই মেয়েকে

0
101

শিলিগুড়ি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুই না উঠে আসে আমাদের চোখের সামনে। এই ইন্টারনেটের মাধ্যমেই নানা দেশের নানা কান্ড-কারখানা সারা বিশ্বের মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে। তেমনই অসাধারণ সুন্দর কবিতা লেখার জন্য ফিজির হাইকমিশনের থেকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে বাংলার দীপ মালা শর্মাকে। বিশ্বের দরবারে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করল দীপ মালা শর্মা।

আরও পড়ুনঃ দুরপাল্লার ট্রেনে এবার ‘বেবি বার্থ’, Indian Railway-র অভিনব উদ্যোগ

- Advertisement -

শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপ মালা শর্মা। পিতার নাম প্রেম শর্মা, মায়ের নাম স্বর্গীয় আশা দেবী শর্মা। দীপ মালা শর্মার তিন দিদি রয়েছে। শিলিগুড়ি কলেজ অফ কমার্স থেকে স্নাতক তিনি। ছোটবেলা থেকেই কবিতা লেখার প্রতি অসাধারণ ঝোঁক ছিল তাঁর।

আরও পড়ুনঃ অশনি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, নবান্ন থেকে জেলা, খোলা হল কন্ট্রোল রুম

পরিবারের সকল সদস্য বিশেষ করে তার বাবা প্রেম শর্মার অনুপ্রেরণায় তার এই সাফল্য, এই কথা অকপটে স্বীকার করেছে দীপ মালা। আজ ভারতীয় সময় সকালে ফিজির হাই কমিশনের তরফ থেকে তাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।