৫৫% ছাড় দিয়েও মগের দাম ১০ হাজার, বালতি বিক্রি ২৫ হাজারে

0
193

খাস ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই বাড়ির প্রয়োজনীয় বেশিরভাগ কেনাকাটি অনলাইন থেকেই করে। রান্নাঘরের চাল-ডাল থেকে শুরু করে ফ্রিজ, এসি কিংবা আসবাবপত্র এই উন্নত প্রযুক্তির আমলে সবই অনলাইন থেকেই কেনা সম্ভব। কিন্তু এবার এক অদ্ভূত ঘটনা নজর কেড়েছে নেটিজেনদের। বহু জনপ্রিয় এক ই কমার্স সংস্থার সাইটে প্লাস্টিকের মগ-বালতির দাম দেখে চক্ষু চড়কগাছ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ‘হাওয়াই চটি’ সর্বক্ষণ সাদা ঝকঝকে থাকার রহস্য…

- Advertisement -

অ্যামাজন, সকলেই হয়তো এই নামটির সঙ্গে পরিচিত। এখানে একটি প্লাস্টিকের বালতির দাম ২৫ হাজার ৯৯৯ টাকা। তবে এটা নাকি ডিসকাউন্টেড প্রাইস। এই বালতির আসল দাম ছিল ৩৫ হাজার টাকার কাছাকাছি। ৫৫% ডিসকাউন্ট দেওয়ার পর এক জোড়া প্লাস্টিকের মগের দাম ৯ হাজার ৯১৪ টাকা। ইতিমধ্যেই ভাইরাল হয়ে শুরু করে দিয়েছে এসবের স্ক্রিনশট। নেটদুনিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হচ্ছে অ্যামাজন। কেউ বলছে, প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সহজ উপায়। আবার কেউ বলছে, ইউজাররা কি এতটাই বোকা যে প্লাস্টিকের মগ-বালতির দাম  জানবে না?

আরও পড়ুন: জিআরপি থানার উদ্যোগে রক্তদান শিবির, রক্ত দিলেন রেলপুলিশের কর্মীরাও

প্রসঙ্গত, বিক্রেতারাই তাঁদের পণ্যসামগ্রীর দাম নির্ধারিত করে অ্যামাজনের সাইটে দেন। তাই এক্ষেত্রে অ্যামাজন কর্তৃপক্ষের কোনও ভুল আপাতত দেখছে না ওয়াকিবহাল মহল।