CBI -কে ‘ডোন্ট কেয়ার’, দলের নেতা-মন্ত্রীদের হাজিরা নিয়ে বিস্ফোরক দাবি মদনের

0
20

কলকাতা: এসএসসি থেকে শুরু করে গরু পাচার, ভোট পরবর্তী হিংসা মামলায় নাম জড়িয়েছে রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রিদের। একাধিকবার সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে তাঁদের। ইতিমধ্যে, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জেরা করেছে সিবিআই। অন্যদিকে, গরু পাচার এবং ভোট পরবর্তী হিংসা মামলায় জেরা করা হয়েছে অনুব্রত মন্ডলকে। এবার দলের নেতা-মন্ত্রীদের সিবিআই হাজিরা নিয়ে বিস্ফোরক দাবি করলেন মদন মিত্র। বললেন, ‘উই ডোন্ট কেয়ার’।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ‘হাওয়াই চটি’ সর্বক্ষণ সাদা ঝকঝকে থাকার রহস্য…

বুধবার সন্ধ্যায় হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র। সেখানেই দলের নেতা মন্ত্রীদের সিবিআই হাজিরা নিয়ে ডোন্ট কেয়ার মনোভাব দেখা গেল তাঁর মধ্যে। তিনি বলেন, ‘উই ডোন্ট কেয়ার’, সিবিআই আমাদের যতবার ডাকবে ততবার আমরা সবাই যাচ্ছি। ফলে বাংলার মানুষ জানে যে যতবার সিবিআই আমাদের নেতা-মন্ত্রীদের বিরক্ত করবে ততবার আমরা ডবল ডবল ভোটে জিতব।’

অন্যদিকে, অর্জুন সিং দলে যোগ দেওয়ায় খুশি প্রকাশ করেন তৃণমূলের কালারফুল বয়। ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দেওয়ার পর আরও এক ধাপ এগিয়ে গেলেন মদন মিত্র। সম্প্রতি তিনি বলেছেন, সৎ ভাই থেকে আপন ভাই হলেন অর্জুন। ও এখন তৃণমূলের নেতা। তাই ওর বাড়ির সামনে আর বোমও পড়বে না। আর যদি পড়ে, তাহলে প্রথম যে কয়েকজন ছুটে যাবে তার মধ্যে একজন মদন মিত্র।’

তিনি আরও বলেন, বলেন, ‘অর্জুন সিংকে বলেছিলাম বিটি রোডে চা খাস না বাবা! সেদিন ও ছিল সৎ ভাই। আর যখন ওকে গোলাপের মালাটা পরালাম তখন ও হল নিজের ভাই। মালার কাঁটাগুলো আমি বের করে নিয়েছিলাম। চাই অর্জুনের সঙ্গে তৃণমূল কর্মীদের সম্পর্কটা যেন মসৃণ গোলাপের পাপড়ির মত হয়। অর্জুন সিংকে নিয়েছেন আমার দলের নেতা। আর আমি হলাম দলের একজন সাধারণ কর্মী। দল যাকে নিয়েছে তা সাত পাঁচ ভেবেই নিয়েছে। দল বলেছে অর্জুন শত্রু, লড়াই কর। করেছি। দল বলেছে অর্জুন বন্ধু, গলায় মালা দিয়ে জড়িয়ে ধরেছি।’