
হাওড়া: হাওড়ায় জিআরপি থানার উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে রক্তদান করলেন রেল পুলিশের কর্মীরা। গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট কাটাতে এবার এগিয়ে এলেন রেল পুলিশের কর্মীরাও।
বুধবার হাওড়া জিআরপি থানার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে জিআরপি কর্মীরা সহ মোট ৬৭ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জিআরপি থানার আইসি সিদ্ধার্থ রায় সহ অন্যান্য জিআরপি থানার আধিকারিকরা।
আরও পড়ুন-Partha Chatterjee: টানা ৮ ঘণ্টা জেরা শেষে নিজাম প্যালেস থেকে বেরলেন ‘বিধ্বস্ত’ পার্থ
আইসি সিদ্ধার্থ রায় জানান, কোভিডের পর মানুষের অসুস্থতা অনেক বেড়েছে। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। জিআরপি’র উদ্যোগে এবং হাওড়ার রেল পুলিশ সুপার পঙ্কজ কুমার দ্বিবেদী’র নির্দেশে বুধবার হাওড়া জিআরপি থানার তরফ থেকে কনফারেন্স হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
তিনি আরও জানান, পুলিশ যেমন মানুষের বিপদে পাশে থাকে, অপরাধ মোকাবিলায় তৎপর থাকে, সেরকমই পুলিশ মানুষের রক্তের প্রয়োজনে রক্তদান করতে পাশে দাঁড়ায়। এটাই পুলিশের কাজ।