গাড়ি পার্কিংয়ের সময় এই ভুল করলেই আপনার ক্ষতি, কপাল খুলবে অন্য কারও

0
37

খাস ডেস্ক: গাড়ি পার্কিংয়ের সমস্যা দেশে নতুন নয়। এর জেরে বিভিন্ন রাস্তায় যানজট দেখা যায়। তবে জানেন কি এবার থেকে পার্কিংয়ের সময় একটা ছোট্ট ভুলে আপনার ক্ষতি তো হবেই কিন্তু অন্য কারও লাভ হবে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এমনই একটি স্কিম ঘোষণা করেছেন।

আরও পড়ুন: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে আগুন লাগানো হল সম্পর্ক-ক্রান্তি এক্সপ্রেসে, অবরুদ্ধ ট্রেন চলচল

- Advertisement -

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘আমরা একটি নতুন আইন আনতে চলেছি। কোনও ব্যাক্তি যদি অবৈধভাবে রাস্তার পাড়ে গাড়ি পার্ক করবে এবং সেই ছবি যদি কেউ পাঠাতে পারে তাহলে গাড়ির মালিকের জন্য ১,০০০ টাকা জরিমানা হবে এবং যে ছবি পাঠাবে তাকে ৫০০ টাকা পুরষ্কার হিসেবে দেওয়া হবে।’

আরও পড়ুন: রাজ্যে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, সপ্তম শ্রেণি পাশেই করুন আবেদন 

নিতীন গড়করি আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন যে লোকেরা তাদের গাড়ির জন্য পার্কিং স্পেস তৈরি না করে রাস্তার ধারেই গাড়ি পার্ক করে নেয়। তিনি নিজের এক কর্মচারীর উদাহরণ টেনে বলেন, ‘আজকাল সকলেরই একটি গাড়ি প্রয়োজন। ওই কর্মচারীরও দুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে।’ কেন্দ্রীয় মন্ত্রী মূলত পার্কিংয়ের সমস্যা দূর করতেই এই পরিকল্পনা নিয়ে এসেছেন।