#UninstallBharatPe, টুইটারে যে কারণে ট্রেন্ডিং এই হ্যাশট্যাগ, জেনে নিন

0
37

খাস খবর ডেস্ক: টুইটার খুললেই শুধু দেখা যাচ্ছে একটি হ্যাশট্যাগ। #UninstallBharatPe। এটিই এ মুহূর্তে টুইটারে ট্রেন্ডিং। অর্ধেক নেটিজেনেরই জানা নেই, বিষয়টি আসলে কী। তবু তারা হুজুগে গা ভাসিয়ে দিয়েছেন। যা স্বীকার করে নিতেও আপত্তি নেই তাঁদের।

কিন্তু আসলে বিষয়টা ঠিক কী? কেন হঠাৎ করে এই হ্যাশট্যাগ? আসলে কোটাক মাহীন্দ্রা ব্যাংক একটি অভিযোগ আনছে একটি ফোন কলের ভিত্তিতে। আর্থিক প্রযুক্তি সংস্থা Bharat Pe -র CEO হলেন অশনীর গ্রোভার। কোটাকগোষ্ঠী দাবী করছে, গ্রোভার এবং তাঁর স্ত্রী মাধুরী একটি ফোনকলে বেশ কিছু অপমানসূচক কথা বলেছেন তাদের। তাই তারা আইনি ব্যবস্থা নিতে চলেছে।

- Advertisement -

ব্যাংকটি দাবী করে, Bharat Pe তাদের একটি আইনি নোটিশ পাঠিয়েছে। এর আগে ৩০ অক্টোবর একই কারণের বিশদ বিবরণ না দিয়ে জানায়, কোটাকগোষ্ঠী Nykaa IPO তে অর্থায়ন এবং শেয়ার বরাদ্দ রাখতে ব্যর্থ হয়েছে। এই ক্ষতির জন্য কোটাক মাহীন্দ্রা ব্যাংককে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দিতে হবে।

আরও পড়ুন: অবাধ অবৈধ সম্পর্ক, ১৩ বছরে ৮০০ -রও বেশী শিশুর জন্ম দিয়েছেন এই গোয়ালা

ব্যাংকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “এই নোটিশ আমাদের পাঠানো হয়েছিল। এবং সেই প্রসঙ্গে গ্রোভার যে কুরুচিকর ভাষায় আমাদের আক্রমণ করেন, তাও রেকর্ড হয়েছে। এবং যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।” যদিও একটি অভিযোগ স্বীকার করেননি অশনীর গ্রোভার। কোটাক যে রেকর্ড হওয়া ফোনকলের কথা বলছে, তাকে “ভুয়ো” দাবী করেছেন তিনি।

Bharat Pe একটি আর্থিক প্রযুক্তি সংস্থা। যারা সারা দেশের ছোট ছোট ব্যবসায়ীদের সাহায্য করে থাকে। গ্রোভার একটি টুইটে বলেন, “কিছু প্রতারক রয়েছে যারা তহবিল থেকে বিটকয়েন তোলার চেষ্টা করছে।” টুইটে আরও কিছু শব্দ ছিল, যা পরে মুছে ফেলা হয়। মূলতঃ এই কারণেই টুইটারে গ্রোভারের বিরুদ্ধে হ্যাশট্যাগের ঝড় উঠেছিল। কিন্তু অধিকাংশ মানুষই না জেনে সামিল হয়েছেন তাতে।