উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগেই বড় ধাক্কা খেয়েছে যোগী সরকার। ওই রাজ্যের শ্রম মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য মঙ্গলবার বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেন। এরপরই বরিষ্ঠ নেতা শরদ পাওয়ারের মন্তব্যে আলোড়ন সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান শরদ পাওয়ার দাবি করে বলেন, ‘শ্রম মন্ত্রীর পর উত্তরপ্রদেশের আরও ১৩ জন বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দেবেন।’ তাঁর এই মন্তব্যের পরই কৌতূহল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
তিনি যোগী সরকারকে কটাক্ষ করে বলেন, ‘পুরো উত্তরপ্রদেশ এই সময় পরিবর্তন চায়। এই রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চলছে কিন্তু সাধারণ মানুষ তা হতে দেবেনা।’
এদিনের বৈঠকে গোয়ায় তৃণমূল-কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার ইঙ্গিতও দেন তিনি। গোয়ায় বিজেপি শক্তিকে পরাজিত করতে এই জোট গোয়ায় শক্তি দখলে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, অনগ্রসরশ্রেণী, কৃষক, ছোট ব্যবসায়ী, বেকারদের প্রতি উত্তরপ্রদেশ সরকারের উদাসীনতার অভিযোগ জানিয়ে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে পদত্যাগ পত্র দেন স্বামী প্রসাদ মৌর্য। বিজেপি ছেড়ে আসা এই মন্ত্রীকে দলে স্বাগত জানিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।