উত্তরপ্রদেশে দুই যুবরাজের যে হাল হয়েছিল বিহারেও তাই হবে: মোদী

0
41

পাটনা: বিহারে দ্বিতীয় দফার ভোট প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সঙ্গে আরজেডি-কংগ্রেসের জোটকে নিশানা করে আক্রমণ শানালেন তিনি৷ উত্তরপ্রদেশের কথা স্মরণ করিয়ে মোদী বলেন, ‘‘ওখানে দুই যুবরাজের যে হাল হয়েছিল, বিহারেও তাই হতে চলেছে৷’’

বিহারে দ্বিতীয় দফার ভোট ৩ নভেম্বর৷ তারই শেষ প্রচার আজ৷ শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলতে ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আজ তাঁর বিহারে পরপর ৪টি জনসভা করার কথা৷ তার মধ্যে একটি রয়েছে ছাপড়া৷ যেটি লালু প্রসাদ যাদবের গড় বলেই পরিচত৷ এছাড়া সমস্তিপুর, মোতিহারি এবং বাগাহা-তে সভা করার কথা তাঁর৷ বিহারে এর আগে ৪টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী৷ তিন দফার নির্বাচনে তাঁর মোট ১৬টি জনসভা করার কথা৷

- Advertisement -

বিহারে ভোট প্রচারে তেজস্বী যাদবকে আগেই ‘জঙ্গল রাজ কা যুবরাজ’ বলে কটাক্ষ করেছিলেন মোদী৷ এবার তাঁর সঙ্গে জুড়ে দেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীকে৷ কারোর নাম না নিয়ে মোদী ছাপড়ার জনসভায় বলেন, ‘‘তিন চার বছর আগে উত্তরপ্রদেশে নির্বাচনের সময় জোড়া যুবরাজ হাত মিলিয়েছিল৷ কিন্তু উত্তরপ্রদেশের মানুষ তাঁদের বাড়ি পাঠিয়ে দেয়৷’’ আক্রমণ জারি রেখে নমো বলেন, ‘‘এক যুবরাজ জঙ্গল রাজ কা যুবরাজের সঙ্গে দেখা করেছেন৷ এই দুই যুবরাজকেও বিহারের মানুষ ধুলোয় মিশিয়ে দেবেন৷’’

নির্বাচনের পর বিহারে আবার এনডিএ জোটই ক্ষমতায় আসছে তা নিশ্চিত মোদী৷ বলেন, ‘‘বিহারে প্রথম দফার ভোটের পর এটা স্পষ্ট যে আরও একবার সরকার গড়তে চলেছে নীতীশ কুমার৷’’ বিজেপি-জেডিইউ মিলিয়ে এনডিএ-র সরকারকে ‘ডবল ইঞ্জিন সরকার’ বলে বার্তা দেন৷ জানান, দুটি ইঞ্জিন একসঙ্গে চলে বলেই এই সরকারের ট্রেন এগিয়ে যাচ্ছে৷