অবৈধ অনুপ্রবেশের দায়ে মহারাষ্ট্রে গ্রেফতার ১৫ বাংলাদেশি

0
55

মুম্বই: সংশোধিত নাগরিকত্ব আইনের বর্ষপূর্তি হবে আর কয়েকদিন পরে। যা নিয়ে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ওই আইনের বিরোধীরা। করোনা আবহে যা বন্ধ ছিল। এই অবস্থায় চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল দেশের পশ্চিম প্রান্তের রাজ্য মহারাষ্ট্র।

আরও পড়ুন- সবুজ-মেরুন ঐতিহ্যে আঘাত হেনে সমর্থকদের রোষের মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়

- Advertisement -

পূর্ব দিকে দেশের পড়শি রাষ্ট্র বাংলাদেশ। ওই দেশ থেকে ভারতে আসা ১৫ জন অবৈধ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। যারা দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রে বসবাস করছিল। যদিও তাদের কাছে ভারতের প্রবেশের বা বসবাস করার কোনও বৈধ কাগজ ছিল না। এমনই দাবি করেছে পুলিশ।

শনিবার ওই ১৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করাছে মহারাষ্ট্রের নয়া নগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুই জন নাবালক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের সকলের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে নয়া নগর থানা সূত্রে।

আরও পড়ুন- প্রেমের প্রস্তাব প্রত্যাখান, গলা কেটে নাবালিকাকে খুন করল যুবক

ওই থানার পুলিশকর্মী দেবীদাস হান্দোরে জানিয়েছেন যে ধৃত সকলেই রেল স্টেশনের পাশের ঝুপড়িতে থাকছিল। মীরা রোড এলাকায় রাসাজ শপিং সেন্টারের কাছেই নিজেদের আস্তানা গেড়েছিল তারা। রেল স্টেশন লাগোয়া স্কাইওয়াকের নিচে আকাশ ঢাকা জায়গাটিই তাদের বসবাসের জন্য নিরাপদ মনে হয়েছিল। সেখান থেকেই ওই সকল বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- ‘পিসি-ভাইপোর দল ছেড়ে বিজেপিতে চলে আসুন’, শুভেন্দুকে পরামর্শ সৌমিত্রর

পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে ভারতের নয়া নাগরিকত্ব আইনে। যার বিরুদ্ধে সমগ্র দেশ জুড়ে শুরু হয়েছিল আন্দোলন। করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে সেই আন্দোলন বন্ধ ছিল। আগামী মাস থেকে ফের তা শুরু করা হবে বলে জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের আন্দোলনকারীরা।