হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা CRPF-এর গাড়িতে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় আহত ২ জওয়ান

0
39

 শ্রীনগর: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা।  বুধবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের আবন্তিপোরা  এলাকায় শ্রীনগর-জম্মু  ন্যাশান্যাল হাইওয়ের পাশে  দাঁড়িয়ে থাকা সিআরপিএফ-এর একটি গাড়িতে একটি চলন্ত ট্রাক ধাক্কা দেয়। তাতেই ২ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

একজন আধিকারিক বলেছেন যে একটি দ্রুতগামী ট্রাক হাইওয়ের ধারে নাম্বাল এলাকায় একটি সিআরপিএফ গাড়িকে ধাক্কা দেয় তাতেই ২ জন সিআরপিএফ জওয়ান আহত হয়। এক পুলিশ আধিকারিক  জানিয়েছেন, “অতিরিক্ত গতির কারণে, ট্রাক চালক চাকার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সিআরপিএফ গাড়িতে ধাক্কা দেয়।” তিনি জানিয়েছেন, সিআরপিএফ জওয়ানরা ১৩০ নম্বর ব্যাটালিয়নের অন্তর্গত ছিলেন।

- Advertisement -

আরও পড়ুন: নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল

কর্মকর্তারা জানান আহত কর্মীদের চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। আহত সেনাদের  অবস্থা স্থিতিশীল। এই ঘটনার আগে ঘটনাটি তদন্ত শুরু করা হবেই জানানো হয়েছে।