নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল

0
36

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনটাই অভিযোগ করেছে বিজেপি বিরোধী দলগুলি। দেশের রাষ্ট্রপতিকে অপমান করার জন্য মোদী সরকারকে কাঠগোড়ায় তুলে বিরোধীরা অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়ে। বিরোধীদের এই সিদ্ধন্ত ঘিরেই তোলপাড় হচ্ছে সর্বভারতীয় রাজনীতি। সকলের নজরে রয়েছে কোন দল রবিবাররে অনুষ্ঠানে নেবে সেই দিকে। এই আবহেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন তাঁর দল বিজু জনতা দল( বিজেডি) রবিবার দিল্লিতে মেগা ইভেন্টে অংশ নেবে।

আগামী রবিবার ২৮ মে  লোকসভার স্পিকার ওম বিড়লার আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন  সংসদ ভবনের উদ্বোধন করবেন। চার তলা ভবনটিতে ১,২০০ জনের বেশি সংসদ সদস্য থাকবেন।  এই অনুষ্ঠান কংগ্রেস সহ ১৯টি বিজেপি বিরোধী দল বয়কয়ট করার সিদ্ধান্তের মধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দল  জানিয়েছে তারা রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নতুন সংসদের উদ্বোধনে অংশ নেবে । সিদ্ধান্ত ঘোষণা করে, BJD জাতীয় মুখপাত্র সস্মিত পাত্র বলেছেন, “BJD  বিশ্বাস করে যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি যে কোনও সমস্যার ঊর্ধ্বে থাকা উচিত যা নিয়ে পরে সর্বদা বিতর্ক হতে পারে।” সুতরাং বিজেডি এই গুরুত্বপূর্ণ উপলক্ষের একটি অংশ হবে।”  BJD জাতীয় মুখপাত্র আরও বলেছেন, “ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় রাজ্যের প্রধান। সংসদ ভারতের ১.৪ বিলিয়ন জনগণের প্রতিনিধিত্ব করে। উভয় প্রতিষ্ঠানই ভারতীয় গণতন্ত্রের প্রতীক এবং ভারতের সংবিধান থেকে তাদের কর্তৃত্ব টেনে নেয়। তাদের কর্তৃত্ব এবং মর্যাদা সর্বদা সুরক্ষিত করা উচিত।

- Advertisement -

আরও পড়ুন: “নতুন সংসদ তৈরি হয়েছে দেখে ভালো লাগছে”, এই নির্মাণের পিছনে ভাবনা আসলে কার জানালেন Ghulam Nabi Azad 

তবে শুধু নবীন পট্টনায়কেরর দলই নয়, অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেসও নিশ্চিত করেছে যে তারা এই অনুষ্ঠানে যোগ দেবে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি  মূলত কেন্দ্রের নীতির সূক্ষ্ম সমর্থনে রয়েছেন তবে শুধুমাত্র নির্বাচিত ক্ষেত্রে বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন। তবে যাই হোক উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের পার্টি উপস্থিতি নিয়ে নিশ্চিত করা তথ্য সামনে এসেছে যখন  যখন ১৯ বিরোধী দল একটি যৌথ বিবৃতি দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার কথা ঘোষণা করেছে। এটাও জানিয়ে রাখা ভাল যে,আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে, বিজেডি প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁর দল কোনও বিরোধী ফ্রন্টের অংশ হবে না।