বন্ধুর দেহ লোপাট করতে এসে নিজেই পড়ে গেলেন ১৫০ ফুট গভীর খাদে

জানা গেছে দেহ দুটির মধ্যে দূরত্ব ছিল প্রায় ১০ ফুট।

0
71
mass lynching

মহারাষ্ট্র: চেয়ে ছিলেন বন্ধুর দেহ (death body) লোপাট করতে। পরিকল্পনা নিয়েছিলেন সেই মত। কিন্তু না । তেমনটা হল না। বন্ধুর দেহ লোপাট করতে এসে নিজেই পড়ে গেলেন খাদে। মৃত্যু হল ৩০ বছর বয়সী এক যুবকের। মহারাষ্ট্রের আম্বোলি ঘাট এলাকার ঘটনা।

আরও পড়ুন :আরও কাছে তিলোত্তমা, মাত্র ৯৯৯ টাকায় কোচবিহার থেকে কলকাতা উড়ান পরিষেবা

- Advertisement -

সুশান্ত খিল্লারেকে খুন করেছিলেন ভাউসো মানে ও তুষার পাওয়ার। পরিকল্পনা ছিল সুশান্ত খিল্লারের দেহ লোপাট করা। সেই মত খিল্লারের দেহ নিয়ে প্রায় ৪০০ কিমি গাড়ি চালিয়ে আম্বোলি ঘাট এলাকায় এসেছিলেন মানে ও পাওয়ার। তারা সুশান্তের দেহটি টেনে হিঁচড়ে পাহাড়ের ধারে নিয়ে যায়। কিন্তু টাল সামলাতে পারেননি মানে। সুশান্তের দেহ ফেলার সময় ওই যুবক নিজেই ওপর থেকে খাদে পড়়ে যান। সেখানেই মৃত্যু হয় তার। মানের পরিণতি দেখে এলাকা ছেড়ে চম্পট দেয় তুষার।

আরও পড়ুন :কাজে এল না কোন কাকুতি-মিনতি, ১৭ ই ফেব্রুয়ারি পর্যন্ত জেলবন্দি কুন্তল

আরও পড়ুন :ভাঙড়ে সংঘর্ষের ঘটনায় আইএসএফ বিধায়ক Naushad Siddiqui-এর ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

স্থানীয়দের প্রথমে একটি দেহ (death body) দেখতে পান। এরপর তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ২ টি দেহ উদ্ধার করে। প্রায় ১৫০ ফুট নীচ থেকে দেহ দুটি উদ্ধার করা হয়। জানা গেছে দেহ দুটির মধ্যে দূরত্ব ছিল প্রায় ১০ ফুট। প্রসঙ্গত জানা যাচ্ছে একসময় আম্বোলি ঘাট এলাকাটি দেহ ফেলার জন্য কুখ্যাত ছিল। নির্জন জায়গায় হওয়ায় দুষ্কৃতীদের যাওয়া আসার বাড় বাড়ন্ত ছিল। এখন সেই সব অনেকটা কমেছে। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার কথা ভেবে এলাকায় বসানো হয়েছে অনেক সিসিটিভি।