ভোট পরবর্তী হিংসায় জর্জরিত ত্রিপুরা, রাতের অন্ধকারে প্রার্থীর গাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের, অভিযোগ

বেগতিক বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয় চালক।

0
51
tripura post election violence

খাসডেস্ক, ত্রিপুরা : ভোট পরবর্তী হিংসা (violence)। ত্রিপুরা (tripura)তিপ্রামথা দলের প্রার্থী শাহ আলম মিঞার গাড়িতে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা এলাকা জুড়ে উত্তেজনা।

আরও পড়ুন :নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI’এর এবার একাধিক এজেন্ট, মাত্র দু’দিনে ১৬ জনকে তলব

- Advertisement -

ভোট চলে গেছে গত ১৬ ই ফেব্রুয়ারি। আসন্ন ২ রা মার্চ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। ভোট চলে যাওয়ার পরেও রাজনৈতিক চাপানোতর যেন কিছুতেই থামতে চাইছে না ত্রিপুরায়। এরই মাঝে আক্রান্ত তিপ্রামথা দলের প্রার্থী শাহ আলম মিঞা। জানা গেছে শনিবার রাতে তিপ্রামথা দলের প্রার্থী শাহ আলম মিঞার গাড়ির চালক গাড়ি নিয়ে ফিরছিলেন। গাড়িটি আগরতলা জয়নগর এলাকায় পৌঁছানো মাত্র মঙ্গল মিঞা ও তাঁর নেতৃত্বে কয়েকজন যুবক দা, লাঠি, নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় গাড়িটি। প্রার্থী শাহ আলম মিঞা সেই সময় গাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। তাঁকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন :কাঁটাতার ডিঙিয়ে মিলছে দুইপারের মানুষ, হুজুর সাহিবের মেলা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান

আরও পড়ুন :নিশীথের ‘বাড়ি ঘেরাও’ তৃণমূলের, ‘ফ্লপ আন্দোলন’, দাবি বিজেপির

বেগতিক বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয় চালক। দুষ্কৃতিকারীরা গাড়িটি ভেঙে চুরমার করে দেয়। পরবর্তীতে ত্রিপুরায় (tripura) তিপ্রামথা দলের প্রার্থী শাহ আলম মিঞা আগরতলা বটতলা ফাঁড়ি থানাতে অভিযুক্ত মঙ্গল মিঞা সহ তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করে কঠোর শাস্তির আবেদন জানান তিনি। এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা ।