আবির মেখে অন্য মেজাজে রাজনাথ সিং-জয়শঙ্কর সহ কেন্দ্রীয় মন্ত্রীরা, ভারতে রঙের উৎসবে যোগ দিলেন মার্কিন শীর্ষ কর্তা

0
36

নয়াদিল্লি: গতকাল মঙ্গলবার বাঙালিরা মন ভোরে উদযাপন করেছে দোল উৎসব। মেতে উঠেছিল রঙের খেলায়। আজ দেশজুড়ে পালিত হচ্ছে হোল। সেই রঙেরই খেলা শুরু হয়েছে সকাল থেকেই। সাধারণ মানুষদের মতই রঙ খেলতে দেখা গেল ভারতের সমস্ত শীর্ষ কর্তাদের। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে হোলি পার্টিতে অংশ  নিয়েছেন শীর্ষ মার্কিন কর্মকর্তা।

মুখে রঙ মেখে হোলির পোশাকে গলায় মালা সহ দেখা গিয়েছে সকলকেই। মুখে সকলে লাল, হলুদ, গোলাপি রঙের মেলা। মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডোকে ড্রাম বাজাতে দেখা গিয়েছে। দেশের সমস্ত গুরুত্বপূর্ণ ভারি কাজ সামলানোর বাইরে গিয়ে এক অন্য মেজাজেই রয়েছেন সকলে।  করেছেন নাচও। সব মিলিয়ে হোলির দিনে এক অন্য রকমই ছবি সামনে এসেছে।  ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে রঙ খেলায় মাতেন প্রতিরক্ষামন্ত্রী।

- Advertisement -

মিসেস রাইমন্ডো ইন্দো-মার্কিন কমার্শিয়াল ডায়ালগ এবং সিইও ফোরামে অংশ নিতে ৭-১০ মার্চ পর্যন্ত ভারত সফরে আছেন। এই সময়ে, তিনি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগগুলি আনলক করতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।