Goa Election: বিপক্ষে BJP-র প্রার্থী বউমা, নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন শীর্ষ কংগ্রেস নেতা

জানিয়ে রাখা ভালো কংগ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডিসেম্বরে গোয়ার পোরিয়েম থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। অন্যদিকে গত সপ্তাহেই বিজেপি ঘোষণা করেছিল যে তাঁর পুত্রবধূ দেবিয়া বিশ্বজিৎ রানে সেই আসন থেকে গেরুয়া শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

0
1143

পানাজি: গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে ফের ধাক্কা খেল কংগ্রেস। দলের শীর্ষ প্রার্থীদের মধ্যে একজন প্রতাপসিংহ রানে ভোট যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পিছনে রয়েছে কারণও। যা সত্যিই চমকপ্রদ। লড়াই করলে বিপক্ষ শিবিরের প্রার্থী নিজের পুত্রবধূর সঙ্গে লড়াই করতে হত।

রাজনৈতিক মহলের মতে নিজের পুত্রবধূর সঙ্গে লড়াই না করার জন্যই কংগ্রেস নেতা সরে এসেছেন। যদিও এই কথা অস্বীকার করেছেন ৮৭ বছর বয়সী কংগ্রেস নেতা। বলেছেন, “পারিবারিক চাপ নয়” তিনি তাঁর বয়সের কারণে নির্বাচনী ক্ষেত্র থেকে পিছিয়ে যাচ্ছেন। এর আগে প্রতাপসিংহ রানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা অস্বীকার করেছিলেন। বলেছিলেন, “দল যদি প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করে তাহলে আমার প্রতিদ্বন্দ্বিতা না করার প্রশ্নই ওঠে না।” এমনকি শনিবার তিনি পানাজির একটি হোটেলে প্রার্থীদের জন্য কংগ্রেসের সভায় যোগ দিয়েছিলেন। তবে বর্তমানে বর্ষীয়ান নেতার এই সিদ্ধান্ত কংগ্রেসের জন্য একটি বিরাট ধাক্কা বলেই মত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ ৪৫ বছর ধরে এই আসনটি ধরে রেখেছে ।

- Advertisement -

জানিয়ে রাখা ভালো কংগ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডিসেম্বরে গোয়ার পোরিয়েম থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। অন্যদিকে গত সপ্তাহেই বিজেপি ঘোষণা করেছিল যে তাঁর পুত্রবধূ দেবিয়া বিশ্বজিৎ রানে সেই আসন থেকে গেরুয়া শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদি প্রতাপসিংহ রানে লড়াই করতেন তবে লড়াই হত শ্বশুর ও বউমার মধ্যে। তবে রাজ্যবাসীর দুর্ভাগ্য যে এই লড়াই তাঁরা দেখতে পাবেন না।

আরও পড়ুন- Bomb Blast: বিকট শব্দ, ছুটে গিয়ে দেখি ধপধপ করে দুজন গঙ্গায় পড়ে গেল…

উল্লেখ্য, কংগ্রেস নেতা প্রতাপসিংহ রানের শক্ত ঘাঁটি পোরিয়েম। যে আসন থেকে বিধায়ক কখনও হারেননি। তিনি ১১ বারের বিধায়ক। শুধু তাই নয় প্রতাপসিংহ রানে গোয়ার সবচেয়ে দীর্ঘ মেয়াদী মুখ্যমন্ত্রী। তবে বাবা কংগ্রেসের হলেও ছেলে গোয়ার বিজেপি সরকারের মন্ত্রী। রানে জুনিয়র, যিনি কংগ্রেসেও ছিলেন কিন্তু ২০১৭ সালের নির্বাচনের পর তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন। প্রতাপসিংহ রানের এই সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছেন, “সেই আসনটি (পোরিয়েম) প্রায় ৫০ বছর ধরে মিঃ প্রতাপসিং রানের সঙ্গে চিহ্নিত হয়েছে। আমরা যতদূর উদ্বিগ্ন, আমরা তাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছি এবং আমরা তাকে বলেছি, আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। অথবা আপনি এমন একটি নাম প্রস্তাব করুন (নেতৃত্বে) ফরোয়ার্ড করা যেতে পারে।”

আরও পড়ুন- UP Election 2022: “অর্ধেক আয়, দ্বিগুণ মুদ্রাস্ফীতি, নির্বাচনী আবহে যোগীকে জোড়াল খোঁচা অখিলেশের

 রাজনৈতিক মহল সূত্রে আগেই খবর ছিল যে বিজেপি বাবার বিরুদ্ধে বিশ্বজিৎ রানেকে মাঠে নামিয়ে বাবা-ছেলের লড়াই শুরু করবে। কিন্তু গেরুয়া শিবির প্রতিবেশী ভালপোই থেকে বিশ্বজিৎ রানেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে তাঁর স্ত্রী দেবিয়া যিনি একজন চিকিৎসক তাঁকে পোরিয়েম থেকে প্রার্থী করেছে বিজেপি। তবে এটাই এখন দেখার আবার কংগ্রেস নেতা তাঁর মত বদলে পুত্রবধূর সঙ্গে লড়াই করেন কিনা।