ভোট না দিলে দেখে নেওয়ার হুমকি তৃণমূল বিধায়কের

0
529

নয়াদিল্লি: ‘খেলা হবে’ স্লোগান ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। এবার সেই খালের রণকৌশল ফাঁস করলেন তৃণমূলের এক বিধায়ক। ঘাস ফুলের প্রার্থীদের ভোট না দিলে নির্বাচনের পড়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে বললেন ‘খেলা হবে’। যা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল বিজেপি।

আরও পড়ুন- শহিদ দিবস পালন করতে গিয়ে আক্রান্ত সিপিএম নেতা

- Advertisement -

অভিযুক্ত ব্যক্তি হলেন হামিদুল রহমান। উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। চলতি সপ্তাহের মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্রের আলোরানি ময়দানে এক সভায় হাজির ছিলেন বিধায়ক হামিদুল রহমান। সেখানেই ওই বিতর্কিত মন্তব্য করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তাঁর মনে কোনও অনুশোচনা নেই।

আরও পড়ুন- জাতীয় জনগণনার বিরুদ্ধে আন্দোলনের ডাক আসাদুদ্দিনের

ওই দিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক হামিদুল রহমান বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। যারা বেইমানি করবে ভোটের পড়ে তাদের সঙ্গে দেখা হবে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “আমাদের পূর্ব পুরুষেরা বলেছেন- যার নুন খেয়েচি তাঁর সঙ্গে যেন কখনও নেমখারামি করতে নেই।”

আরও পড়ুন- বাংলায় প্রার্থী দিচ্ছে না শিবসেনা, মমতাকে সমর্থনের ইঙ্গিত

সেই সূত্র ধরেই চোপড়ার বিধায়ক আরও বলেন, “যারা আমাদের ভোট দেবে না ভোটের পড়ে তাদের সকলকেরেদেখা হবে।” সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের বলেন, “এত উন্নয়নের পরেও যারা ভোট দেবে না তাদের সঙ্গে ভোটের পড়ে ‘খেলা হবে’। আমরা সবাই চাই যে আরও একবার দিদি আমাদের মুখ্যমন্ত্রী হোক।”

আরও পড়ুন- ‘দল প্রার্থী না করলেও নন্দীগ্রামে মমতাকে হারাব’, চ্যালেঞ্জ শুভেন্দুর

এই নিয়েই বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। চোপড়ার বিজেপি নেতৃত্ব অনেক আগেই নির্বচন কমিশনে যাওয়ার কথা বলেছিল। সেই অনুযায়ী এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের নামে অভিযোগ জানিয়েছে বিজেপির একটি প্রতিনিধিদল।