স্বর্গ-নরকের বিচারে ব্যস্ত সায়নী, কীসের ইঙ্গিত নেটদুনিয়ায়

0
781

কলকাতা: জীবিত থেকেই স্বর্গ-নরক নিয়ে নানা কথা বললেন তিনি। কি করতে হবে আর কি অনুচিত নানা বিষয়ে জানালেন নিজের মত। এর ফলে কপালে জুটল কুরুচিকর মন্তব্যও।

“নরকের মধ্যে হলেও, হেঁটে যেতে হবে। থেমে গেলে চলবে না।” নিজের ছবির সঙ্গে হঠাৎ ক্যাপশনে এমনই লিখলেন অভিনেত্রী সায়নী ঘোষ। সদ্য তৃণমূলে যোগ দেওয়া সায়নী কেন এমন অর্থপূর্ণ পোস্ট করলেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি সাদা কালো ছবি পোস্ট করে সায়নী এমনই লেখেন। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে জুড়ে দেন NoStoppingEver। সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন সায়নী। আর তারপর থেকে ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

তবে রাজনীতিতে যোগ দেওয়ার আগে একটি টক শোয়ে করা মন্তব্য নিয়ে পদ্ম শিবিরের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তৃণমূলে যোগ দিয়েও মেলেনি নিস্তার। বিরোধী দলগুলির পক্ষ থেকে এসেছে একের পর এক কটু মন্তব্য। এই আক্রমণের কারণেই কি তাঁর এমন পোস্ট নাকি তিনি নিজেকে শক্তিশালী প্রমাণ করছেন। তাই নানা প্রশ্ন মাথায় ঘুরছে তাঁর ভক্তকুলের।

এসবেই থেমে ছিল না। সায়নী জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর কাছে বিজেপি সমর্থকদের থেকে আসছিল একের পরে এক হুমকি। তারপরেই তিনি নাম লেখান রাজনীতিতে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন সায়নী।

এই বিষয়ে তিনি বলেন, “মহিলাদের আত্মসম্মান দিদি দিতে পারবে। ভোটের আগে বাংলা উট পাখির চোখ হতে পারে না। আমাদের ওপর বিশ্বাস রাখুন।” দিদির পাশাপাশি তিনিও বিরোধী পক্ষকে বারবার মোক্ষম জবাব ছুঁড়ে দিয়েছেন। যা সংবাদমাধ্যমের শিরোনামে একেবারে উপরেই স্থান পেয়েছে। উল্লেখ্য, এবার তৃণমূলের প্রার্থী হিসেবেও সায়নীকে দেখা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।