কলেজের ফি মুকুবের দাবিতে পথ অবরোধ শতাধিক ছাত্রীর

0
210

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: ফি মুকুবের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক কলেজ ছাত্রী। বৃহস্পতিবার সকালে মহিষাদল গার্লস কলেজের ছাত্রীরা গেঁওখালি-মহিষাদল সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের জেরে সড়ক পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় আসে মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী।

সম্প্রতি কলেজে ফর্ম ফিলাপের জন্য ছাত্রীদের থেকে ১৩০০ টাকা করে চাওয়া হয়। এর প্রতিবাদেই পথ অবরোধে সামিল হন পড়ুয়ারা। করোনা আবহে দীর্ঘ লকডাউনের জেরে বন্ধ স্কুল কলেজ। কলেজে এসে পঠন-পাঠন বন্ধ রয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার অনুমতি দেওয়া হলেও এখনও কলেজের পঠন-পাঠন শুরু হয়নি।

- Advertisement -

তা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ টাকা চাওয়ায় ক্ষোভ ছড়ায় ছাত্রীদের মধ্যে। এর প্রতিবাদেই এদিন সকালে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। প্রথমে কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। পরে তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

বেশ কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। বিক্ষোভের জেরে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে একাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরি। ঘটনার খবর শুনে সঙ্গে সঙ্গে এলাকায় আসে মহিষাদল থানার পুলিশ বাহিনী।

কলেজ ছাত্রী অমৃতা সামন্ত বলেন, করোনাকালে আমাদের কলেজে এসে ক্লাস সম্পূর্ণভাবে বন্ধ। এরপরেও আমরা ভর্তি ফি দিয়েছি। এখন আমাদের বলা হচ্ছে ফর্ম পূরণের জন‍্য ১৩০০ টাকা করে দিতে। কিন্তু যেখানে আমরা ইলেকট্রিক, ল‍্যাব, কম্পিউটার ব্যবহার করছি না, সেখানে কেন ওইসব ফি নেওয়া হবে?”

কলেজের অধ্যাপক উৎপল উত্থাসিনী বলেন, অফলাইন পঠনপাঠন বন্ধ থাকলেও অনলাইনে সমস্ত পঠন-পাঠন চলছে। অতিরিক্ত কোনও ফি নেওয়া হচ্ছে না। মহিষাদল থানার এক পুলিশ আধিকারিক বলেন, কলেজ ছাত্রীদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।