মারিয়ানা প্যাচেকো কলোম্বিয়া ফিরে যাওয়ায় দুঃখ প্রকাশ করলেন এই কংগ্রেস নেতা

0
57
Congress

নয়াদিল্লি: ভারত ছেড়ে চলে যাচ্ছেন তিনি। যাওয়ার আগে এই কংগ্রেস (Congress) নেতার সঙ্গে সাক্ষাৎ সারলেন কলোম্বিয়ার দূত মারিয়ানা প্যাচেকো। কলোম্বিয়ার অ্যাম্বাসাডরের সঙ্গে শেষ সাক্ষাতের পর আবেগাপ্লুত হয়ে পড়লেন কংগ্রেস নেতা শশী থারুর। মারিয়ানার চলে যাওয়া নিয়ে টুইটারে দুঃখপ্রকাশ করলেন তিনি।

আরও পড়ুন- টেট আন্দোলনকারীদের সমর্থনে পথে নামল BJP, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাস্তায় বসে বিক্ষোভ

- Advertisement -

শুক্রবার শশী থারুর লেখেন, “উনি ভারতের খুব ভালো বন্ধু ছিলেন। ওনার চলে যাওয়ায় দুঃখ হচ্ছে। সরকারের সঙ্গে উনি আপোষ করতে পারেন না। রাজনীতিতে এই ধরণের দৃষ্টান্ত নজিরবিহীন”। থারুরের এই টুইটের পরেই উঠেছে নেটিজেনদের মন্তব্যের ঝড়। একজন লিখেছেন, “মারিয়ানার তেকে কিছু শিখুন। আপনিও তো দীর্ঘ ১০ বছর ধরে দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে কাজ করে গেছেন।”

শশী থারুরের এই পোস্টের মধ্যে রাজনৈতিক অভিসন্ধিও পাচ্ছেন অনেকে। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “আপনি কি এই পোস্টের মাধ্যমে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছেন? আপনি নিজেও একদিন না একদিন এই একই কাজ করবেন তা বলাই বাহুল্য”। উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে কলোম্বিয়ায় ক্ষমতায় এসেছে গুস্তাভো পেত্রোর সরকার। কিন্তু সেই সরকারের সঙ্গে কাজ করতে পারছেন না মারিয়ানা। সেই কারণেই ইস্তফা দিলেন তিনি। এই ইস্তফার সঙ্গে সঙ্গে তাঁর ভারতে থাকারও ইতি ঘটল।

আরও পড়ুন- রাজকীয় অ্যাম্বিয়েন্সে নানারকম মুঘলাই খাবারের খোঁজ, চলে আসুন এই রেস্তোরাঁয়

চলে যাওয়ার আগে “বন্ধু” শশী থারুরের সঙ্গে সাক্ষাৎ করলেন মারিয়ানা। সেই সাক্ষাতের পরই মূলত মারিয়ানার সাহসিকতা এবং আপোষ না করাকে সাধুবাদ জানিয়েছেন শশী থারুর। বলা বাহুল্য, সম্প্রতি কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত হয়েছেন তিরুঅনন্তপূরমের সাংসদ শশী থারুর। তাঁর এই হারের পিছনে “ষড়যন্ত্র” করা হয়েছে বলে উষ্মা প্রকাশ করেছেন তিনি। কংগ্রেসের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে “পক্ষপাত” করে জেতানো হয়েছে বলে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। এবার মারিয়ানার পদত্যাগকে সামনে রেখে ফের একবার কংগ্রেসের (Congress) বিরুদ্ধেই বার্তা দিলেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।