Centre on School Reopening: স্কুল খুলতে তৎপর কেন্দ্র, পরামর্শ মেনেই জারি হবে নির্দেশিকা

0
74

নয়া দিল্লি: করোনা আবহে প্রায় দু বছর ধরে বন্ধ স্কুল। বিভিন্ন রাজ্যের সরকার নিজ নিজ উদ্যোগে স্কুল খুললেও এখনও প্রায় অধিকাংশ স্কুলই বন্ধ। তবে এবার কেন্দ্রীয় সরকারও চাইছে পড়ুয়ারা বাড়িতে থেকে অনলাইন ক্লাস বন্ধ করে স্কুলের পরিবেশে পড়াশোনা করুক। তাই শীঘ্রই স্কুল খোলা নিয়ে নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্র। জানা গিয়েছে, করোনা আবহে কিভাবে স্কুল খোলা যাবে তা বিবেচনা করতে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের পরামর্শ চাওয়া হয়েছে।

আরও পড়ুন: Road Blockade: করোনাকালে রোজগার হারিয়ে সংকটে ব্যবসায়ীরা, প্রতিবাদে সড়ক অবরোধ

- Advertisement -

পরামর্শ মেনে শীঘ্রই বিধিনিষেধের অধীনে স্কুল খুলতে নির্দেশিকা জারি করতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য করোনা কালে নিরাপদ ভাবে দেশজুড়ে স্কুল খোলা যায় কিভাবে তা জানতে চান ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের কাছে।

বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাস প্রায় সব বয়সী শিশুদের উপর প্রভাব ফেলেছে। যদিও শিশুদের ক্ষেত্রে মৃত্যুর হার অনেকটাই কম। ছাত্র-ছাত্রীদের স্কুলে ফেরানোর এটাই সঠিক সময়।

স্কুল খোলার দাবিতে দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলন শুরু হয়েছে। ব্যতিক্রম নয় বাংলাও। পশ্চিমবঙ্গে স্কুল খুলতে এখনও পর্যন্ত চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। যদিও স্কুল খোলা নিয়ে রাজ্যের কাছ থেকে এখনও কোনও স্পষ্ট উত্তর মেলেনি।