অমরনাথ যাত্রার ঠিক আগেই কাশ্মীরে গ্রেফতার জঙ্গি, উদ্ধার বিপুল অস্ত্র

0
19

শ্রীনগর: আর মাত্র কয়েকটা কয়েকটা দিন পরেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। এই পুণ্যযাত্রার আগে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা জম্মু-কাশ্মীরকে। তীর্থযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে চলছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। তাতেই মিলেছে সাফল্য। রবিবার জম্মু ও কাশ্মীরের ডোডার কাছে নিরাপত্তা বাহিনী একজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এই সন্ত্রাসবাদীরা বার্ষিক তীর্থযাত্রার নিরাপত্তার ক্ষেত্রে বড় হুমকির কারণ হতে পারত বলেই মনে করছেন সুরক্ষা কর্তারা।

জম্মু-কাশ্মীর পুলিশ গ্রেফতার হওয়া সন্ত্রাসবাদকে ফরিদ আহমেদ নামে চিহ্নিত করেছে। তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৪টি তাজা কার্তুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। অমরনাথ যাত্রার আগে বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা হিসাবে জম্মু-কাশ্মীর পুলিশের একটি দল ডোডা শহরের কাছে একটি চেকপয়েন্ট স্থাপন করেছে। সেখানেই চেকিং-এর সময় অস্ত্র ও গোলাবারুদ বহনকারী এই ফরিদ আহমেদ নামের এই জঙ্গিকে আটক করা হয়। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের সময় জানা গিয়েছে যে ফরিদ মার্চের শুরুতে একজন সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে গোলাবারুদ পেয়েছিলেন এবং তাকে ডোডায় পুলিশ কর্মীদের আক্রমণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সীমান্তের ওপারে অবস্থিত সন্ত্রাসী কমান্ডারদের নির্দেশ মত সে কাজ করত বলেই জানা গিয়েছে।

- Advertisement -

আরও পড়ুন- শিবসেনার চাপ বাড়িয়ে উদ্ধব সেনাপতি সঞ্জয় রাউতকে তলব ইডি-র

উল্লেখ্য, আগামী ৩০ জুন দুই বছর পর অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে। তবে তার আগে গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে হামালা সংক্রান্ত একাধিক তথ্য মিলছে ও কিছু “স্টিকি বোমা”ও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। সেই কারণেই অমরনাথ যাত্রার সময় নিরাপত্তায় কোনও গলদ রাখতে চাইছে না প্রশাসন। সেনাবাহিনী, CRPF, জম্মু কাশ্মীর পুলিশ, জম্মু-কাশ্মীর প্রশাসন এবং অমরনাথজি শ্রাইন বোর্ডের সদস্যরা সহ সমস্ত বাহিনী তীর্থযাত্রাকে সুরক্ষিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করছে।