ভারতের কোন কোন শহরে কবে মিলবে 5G পরিষেবা, সুখবর দিয়ে জানালেন টেলিকম মন্ত্রী

0
46
5G service

নয়াদিল্লি: সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে প্রযুক্তিও। ইদুর দৌড়ে জীবনে বর্তমানে মানুষের জীবনে সবকিছুর জন্য সময় বড় কম। তাই অল্প সময়ের মধ্যে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ছে। শেষ হতে চলছে 4Gর জমানা। ভারতে আসতে চলেছে 5G পরিষেবা। দেশে বাণিজ্যিক মোবাইলে 5G  পরিষেবা চালুর কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার জানিয়েছেন কবে ভারতে চালু হচ্ছে 5G নেটওয়ার্ক। দেশের কতগুলি শহরের মানুষ এই পরিষেবা এদিন সেটাও জানিয়ে দিয়েছেন।

শনিবার দেশের টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন চলতি বছরের শেষ নাগাদ ২০-২৫ টি শহরে 5G নেটওয়ার্ক চালু হয়ে যাবে। দিল্লিতে একটি মিডিয়া ইভেন্টে বক্তৃতা দেওয়ার সময়ে তিনি জানিয়েছেন, “আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি 5G পরিষেবা বছরের শেষ নাগাদ শুরু হয়ে যাবে।” নেটওয়ার্কের উন্নতি হলে সেই পরিষেবা পেতে স্বাভাবিক ভাবেই খরচও বেশি করতে হবে। সেই মূল্য নির্ধারণের বিষয়ে টেলিকম মন্ত্রী জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই বিশ্বের সর্বনিম্ন অবস্থায় রয়েছি সেই প্রবণতা অন্যান্য ক্ষেত্রেও হবে।” 5G নেটওয়ার্ক প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, “ভারতের নাম বিশ্বস্ত নেটওয়ার্ক প্রদানকারীদের তালিকার শীর্ষে রয়েছে। ভারত যখন একটি প্রযুক্তি বিকাশ করে, তখন বিশ্ব এতে আগ্রহী হয়।” ভারতে 5G পরিষেবা 4G-র থেকে কমপক্ষে ১০ গুণ দ্রুততর হবে বলেই আশাপ্রকাশ করেছেন তিনি।

- Advertisement -

আরও পড়ুন- সেনা থেকে খনি পর্যন্ত কাজে নারীদের জন্য কোন নীতি তৈরি করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, টেলিকম দপ্তরের তরফে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এয়ারটেল, জিয়ো এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম অপারেটররা কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, চণ্ডীগড়, জামনগর, আহমেদাবাদ, লখনউ, পুনে, হায়দরাবাদ, গুরুগ্রাম এবং গান্ধীনগরে পরীক্ষামূলক ভাবে 5G প্রযুক্তির পরিকাঠামো গড়ে তুলেছে। এই শহরগুলিতে আগে 5G পরিষেবা চালু হবে তার পরেই গোটা দেশের মানুষই এই পরিষেবা পাবেন। এই ঘটনাকে ‘ভারতীয় টেলিকমের জন্য একটি নতুন যুগের সূচনা’ বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।” তিনি বলেছেন, সেই সময় খুব বেশি দূরে নেই যেখানে ভারত 5G প্রযুক্তি এবং আসন্ন 6G প্রযুক্তির ক্ষেত্রে একটি নেতৃস্থানীয় দেশ হিসাবে আবির্ভূত হতে চলেছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এই দশকের শেষ নাগাদ ভারত 6G পরিষেবা চালু করার জন্য প্রস্তুত হবে।