বিকেলের ময়দানের খাসখবর, ১৮ জুন ২০২২

0
19
story-of-senegal-footballer-sadio-mane

বিশ্বকাপে স্বীকৃতি না দেয়ায় প্রতিবাদ করেছে তাইওয়ান

তাইওয়ানের কর্মকর্তারা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)-র কাছে ২০২২ সালের বিশ্বকাপে অংশগ্রহণের আগে তাদের নাগরিকদের চীনা নাগরিক হিসেবে নিবন্ধন করতে হবে- এমন নিয়মের প্রতিবাদ করেছেন। দ্য চাইনিজ তাইপেই ফুটবল অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল চিয়াও চিয়া-হাং বলেছেন, একজন নাগরিক সোমবার অনলাইনে পোস্ট করেছেন, জাতীয়তা হিসেবে ‘চীন’ বাছাই না করলে এবং চীন ভিত্তিক ফোন নম্বর প্রদান না করলে তিনি বিশ্বকাপে উপস্থিতি পাসের জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন না। পাসটি কাতারের ভেন্যুতে ভিসা হিসেবে কাজ করবে। এ ঘটনার পর চাইনিজ তাইপেই ফুটবল অ্যাসোসিয়েশন ফিফাকে একটি চিঠি পাঠিয়েছে।

- Advertisement -

ইউনাইটেড ছাড়তে চান রোনাল্ডো

গত মৌসুমেই নিজের পুরানো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাবের হয়ে তার ব্যাক্তিগত সাফল্য থাকলেও দলগত ভাবে এই মৌসুমে তেমন ভালো কিছু করতে পারেনি ইউনাইটেড।
নতুন মৌসুমে বদলে গেছেন ক্রিশ্চিয়ানোদের কোচ। রাল্ফ রাংনিকের পরিবর্তে দায়িত্ব নিয়েছেন এরিক টেন হাগ। আর এই কারণেই দলবদলের কথা চিন্তা করছেন রোনাল্ডো। এমনটাই খবর ইতালিয় গণমাধ্যম।

চারশ কোটি টাকায় বায়ার্ন মিউনিখে সাদিও মানে!

ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে জার্মানির চ্যাম্পিয়ন দল বায়ার্ন মিউনিখে নাম লেখাচ্ছেন সেনেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ছয় মৌসুম লিভারপুলে থাকার পর নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড। মানেকে দলে নিতে ৪১ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে বায়ার্ন মিউনিখকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০০ কোটি টাকা। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিজিক এ খবরটি নিশ্চিত করেছেন।

মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৫০ রানে হার বাংলার, ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ!

রঞ্জি সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলা হারল ১৭৪ রানে। রঞ্জির ফাইনালে পৌঁছে গেল মধ্যপ্রদেশ। চতুর্থ ইনিংসে ৩৫০ রানের লক্ষ্য নিয়ে বাংলা ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায়। প্রথম বলেই উইকেট দেন অভিষেক রামন। এর পর খুব বেশি রান পাননি সুদীপ ঘরামিও (১৯)। অভিষেক পোড়েল (৭) এবং মনোজ তিওয়ারিও (৭) রান পাননি। শনিবার শুরুতেই ফিরে যান অনুষ্টুপ মজুমদার (৮), একমাত্র অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন করেছেন ৭৮ রান। চতুর্থ ইনিংসে বাংলা করে ১৭৫ রান। শেষ হয়ে যায় ফাইনালে ওঠার স্বপ্ন।

ঝড় তুলে সেমিফাইনালে প্রণয়

ইন্দোনেশীয় ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে গেলেন ভারতের এইচ এস প্রণয়। প্রতিযোগিতায় এই মুহূর্তে তিনিই ভারতের একমাত্র প্রতিযোগী। জাকার্তার ইস্তোরা স্টেডিয়ামে এ দিন প্রণয় কোয়ার্টার ফাইনালে হারান ডেনমার্কের ২৯ বছর বয়সি খেলোয়াড় রাসমুস গেমকেকে। স্ট্রেট গেমে প্রণয় জেতেন ২১-১৪, ২১-১২ ফলে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিততে প্রণয়ের সময় লাগে ৪০ মিনিট। বিশ্বের ১৩ নম্বর এই খেলোয়াড়টির বিরুদ্ধে প্রণয় এই নিয়ে পাঁচ বারের সাক্ষাতে তৃতীয় জয় পেলেন। এ দিন প্রথম থেকেই দাপটের সঙ্গে খেলে বিপক্ষকে কোণঠাসা করেন প্রণয়। শেষ চারে প্রণয়ের প্রতিপক্ষ বিশ্বের ৩৫ নম্বর খেলোয়াড় ঝাও জুন পেং। দু’জনে এই প্রথম মুখোমুখি হচ্ছেন।

পুসকাসকে ছোঁয়ার জন্য সুনীলকে শুভেচ্ছা হ্যারি কেনের টটেনহ্যামের

এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বে পুসকাসকে ছোঁয়ার পর শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন সুনীল ছেত্রী। এবার ভারতের নেতাকে অভিনন্দন জানাল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার। সোশ্যাল মিডিয়ায় সুনীলকে শুভেচ্ছা জানিয়েছে তাঁরা। ভারতের জার্সিতে সুনীলের একটি ছবি পোস্ট করে হ্যারি কেনের ক্লাবের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘কিংবদন্তি পুসকাসের ৮৪তম আন্তর্জাতিক গোল ছোঁয়ার জন্য সুনীল ছেত্রীকে অভিনন্দন।’

অলিম্পিকে পদকজয়ী বক্সার বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ

প্রেমিককে বিয়ে করেছিলেন ২০১৮ সালে। কিন্তু চার বছরেই সেই সম্পর্কে ধরল চিড়। বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন লভলিনা বরগোঁহাই। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ আলোচনা হয়নি। ২০ বছর বয়সেই দীর্ঘদিনের বন্ধু নবনীত গোস্বামীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। কিন্তু এবার জানা গেল, বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন লভলিনা।

সুনীল ছেত্রীকে নিয়ে বিশেষ তথ্যচিত্র বানাচ্ছে ফিফা!

সুনীল ছেত্রীকে নিয়ে বিশেষ তথ্যচিত্র বানাচ্ছে ফিফা! সুইজারল্যান্ড থেকে চার সদস্যের বিশেষ দল এসে শুটিং করেছে সুনীলকে নিয়ে। সাধারণত ফিফা সে সব ফুটবলারদের নিয়ে তথ্যচিত্র বানায়, যারা বিশ্বকাপ জিতেছে, অথবা দুর্দান্ত পারফরম্যান্স করেছে বিশ্বকাপে। কিন্তু সেখানে বিশ্বকাপ দুরস্ত, নিয়ম করে এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারে না ভারত। ফুটবলে পিছিয়ে থাকা একটা দেশের খেলোয়াড়কে নিয়ে তথ্যচিত্র সত্যি ব্যাপারটা অবাক করার মত!