এক ধাক্কায় কাজ হারালেন Swiggy’র প্রায় ৪০০ কর্মী, ক্ষমা চাইলেন সংস্থার CEO

0
38
Swiggy

খাস ডেস্ক: বিগত কয়েকমাসে বিশ্বের একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করছে। নিমেষেই বেকার হচ্ছে শত শত কর্মী। এবার সেই তালিকায় সামিল হল অনলাইন খাবার ডেলিভারি সংস্থা সুইগি (Swiggy)। ইমেল মারফত প্রায় ৪০০ জন কর্মীকে ছাঁটাই করা হল। এই সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন সুইগি’র শীর্ষকর্তা শ্রীহর্ষ মাজেটি।

আরও পড়ুন: “নেতাজির মতাদর্শ গ্রহণ করুক RSS, তাহলেই ভারতের ভালো হবে”, জানালেন সুভাষ কন্যা

- Advertisement -

সূত্রে খবর, কর্মী ছাঁটাইয়ের অন্যতম কারণ সংস্থার অর্থনৈতিক অবস্থা। সুইগি (Swiggy) জানিয়েছে খাবার ডেলিভারির হার ব্যাপক মাত্রায় হ্রাস পেয়েছে। যার ফলে লাভ অনেকাংশে কমেছে এবং উপার্জনও কম হচ্ছে। তবে সংস্থা চালানোর জন্য পর্যাপ্ত অর্থ এখনও রয়েছে। পাশাপাশি, এই অর্থনৈতিক বিপর্যয়ের আরও একটি কারণ অতিরিক্ত কর্মী নিয়োগকেও দায়ী করা হচ্ছে।

CEO শ্রীহর্ষ মাজেটি কর্মীদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন, সংস্থাকে লোকসানের হাত থেকে বাঁচাতে বিভিন্ন খাতের খরচ পুনর্বিবেচনা করতে হয়েছে। এছাড়া অফিস এবং বিভিন্ন পরোক্ষ খরচ বন্ধ করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সুইগি (Swiggy) আগামী ৩-৬ মাসের মধ্যে প্রভাবিত কর্মীদের নগদ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এটি তাদের মেয়াদের উপর ভিত্তি করে হবে।

আরও পড়ুন: শুভেন্দুর গড়ে তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বুধ সভাপতি