ফের অসুস্থ সোনিয়া গান্ধী, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন নেত্রী

নেত্রীর জন্য গঠন করা হয়েছে মেডিক্যাল টিম

0
40
sonia gandhi

নয়া দিল্লি : ফের অসুস্থ সোনিয়া গান্ধী (sonia gandhi)। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে (shree gangaram hospotal) চিকিৎসাধীন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ব্রঙ্কাইটিসের কারণেই সনিয়ার গায়ে জ্বর রয়েছে। এই মুহূর্তে রাহুল গান্ধী ইংল্যান্ডে রয়েছেন। জানা গিয়েছে, বিলেত থেকে ফোনে মায়ের খোঁজ নিয়েছেন তিনি।

আরও পড়ুন :আপাতত গ্রুপ ডি-র ১ হাজার ৯১১ শূন্যপদে নিয়োগ নয়, জানাল শীর্ষ আদালত

- Advertisement -

কেমন আছেন সোনিয়া ? জানা গিয়েছে আপাতত নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। গঠন করা হয়েছে একটি মেডিক্যাল টিম (medical team)। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেশ কিছু শারীরিক পরীক্ষা করানো হয়েছে তাঁর। সম্প্রতি সংসদে অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সোনিয়া (sonia)। মায়ের কাছে ছুটে যান রাহুল। জল খাওয়ান মাকে। তারপর কিছুটা স্বস্তিবোধ করেন তিনি। এরপর নিজেই গাড়ি চালিয়ে মা সোনিয়া গান্ধীকে বাড়ি নিয়ে যান রাহুল।

আরও পড়ুন :হাসপাতালে মৃত্যু জ্বরে আক্রান্ত শিশুর, চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

আরও পড়ুন :চলছে মাধ্যমিক, বিশ্ব বাংলার স্লোগান তুলে তারস্বরে বাজছে মাইক, প্রশ্ন উঠতেই অদ্ভুত সাফাই তৃণমূল নেতার

জানা গিয়েছে, ওইদিন তিনি একটি একটি গরম ওভারকোট পরে সংসদে গিয়েছিলেন। অধিবেশনের মাঝে গরম লাগতে শুরু করে তাঁর। শরীর আনচান করতে থাকে সোনিয়ার (sonia)। আদানি ইস্যুতে (adani issue) সংসদ যখন বিরোধীদের আক্রমণের মাঝে উত্তাল সেই সময় রাহুলের বক্তৃতা শোনার জন্য সংসদে পৌঁছে গিয়ে ছিলেন সোনিয়া (sonia gandhi)। উল্লেখ্য ৭৬ বছর বয়সি এই নেত্রীর বয়সজনিত অন্য অসুস্থতাও রয়েছে।