হয়নি সমস্ত প্রতিশ্রুতি পূরণ, ফের মোদী সরকারের বিরুদ্ধে জোড়াল প্রতিবাদে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা

0
30
SKM

নয়াদিল্লি: তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হলেও কেন্দ্র তাদের দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করেনি এখনও। এই বিষয় নিয়ে ফের সুর চড়িয়ে পথে নামতে চলছে আন্দোলনকারী কৃষকরা। সংযুক্ত কিষাণ মোর্চা (SKM) জানিয়েছে আগামী ২১ মার্চ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে MSP-তে একটি প্যানেল গঠন এবং কৃষক ও এর কর্মচারিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করার জন্য দেশব্যাপী প্রতিবাদ করবে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ:  https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

- Advertisement -

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ:  https://www.facebook.com/khaskhobor2020

অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন: https://apps.apple.com/us/app/khas-khobor/id1611881040

কৃষকদের এই নতুন করে মাথা চাড়া দেওয়া কেন্দ্রের চাপ বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে। দেশব্যাপী প্রতিবাদ করা ছাড়াও কেন্দ্রীয় সরকার কর্তৃক ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ডে (বিবিএমবি) শীর্ষ কর্মকর্তাদের নিয়োগের নিয়ম পরিবর্তনের বিষয়ে সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা ২৫ মার্চ পাঞ্জাবের গভর্নরের কাছে একটি স্মারকলিপি জমা দেবেন বলেও জানানো হয়েছে। নয়াদিল্লির গান্ধী পিস ফাউন্ডেশনে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এক শীর্ষ কৃষক নেতা বলেছেন, “আমরা কেন্দ্রীয় সরকারের দেওয়া লিখিত আশ্বাসগুলি পর্যালোচনা করেছি এবং দেখতে পেয়েছি যে তিন মাস পরেও, সরকার তার মূল আশ্বাসগুলির উপর কাজ করেনি। তিন মাসে কিছুই হয়নি।” সংযুক্ত কিষাণ মোর্চা (SKM) জানিয়েছে যে তিন মাস পরেও, কেন্দ্রীয় সরকার এমএসপি নিয়ে একটি প্যানেল গঠনের বিষয়ে কাজ করেনি বা কৃষক ও ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেনি।

আরও পড়ুন- স্বামী সহ শ্বশুরবাড়ির অত্যাচারে একরত্তি সন্তানকে নিয়ে চার তলা থেকে ঝাঁপ মায়ের, মৃত্যু ছেলের 

শীর্ষ এসকেএম নেতা হরিন্দর সিং লাখোওয়াল এই প্রতিবাদ প্রসঙ্গে বলেছেন, “এমএসপিতে একটি আইন প্রণয়নের জন্য একটি প্যানেল গঠন, কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং কেন্দ্রীয় মন্ত্রীকে বহিষ্কারের বিষয়ে কেন্দ্র কৃষকদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণে কোনও অগ্রগতি হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​মিশ্র টেনিকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়নি। প্রতিশ্রুতি পূরণ না করার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ২১ শে মার্চ জেলা ও ব্লক স্তরে দেশব্যাপী প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে SKM”। তিনি আরও বলেছেন, “এটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ১১ থেকে ১৭ এপ্রিলের মধ্যে, MSP আইনি গ্যারান্টি সপ্তাহ পালন করে দেশব্যাপী প্রচার চালানো হবে। এই সপ্তাহে, এসকেএম-এর সমস্ত সাংগঠনিক সংগঠনগুলি বিক্ষোভ ও সেমিনার করবে, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে এমএসপি-র আইনি গ্যারান্টি দাবি করবে।”