মোদীর রাজ্যে পুরসভার ‘বিষাক্ত’ জল খেয়ে প্রাণ গেল ৬ জনের, অসুস্থ বহু

0
263

খাস খবর ডেস্ক: পুরসভার সরবরাহ করা বিষাক্ত জল খেয়ে মৃত্যু হল ৬ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৫০-এরও বেশি মানুষ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাট লাগোয়া কাঠোর গ্রামে। সুরাট পুর-নিগমের স্বাস্থ্য আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, স্বাস্থ্য আধিকারিকরা বিবেকনগর কলোনী পৌঁছে গ্রামবাসীদের মধ্যে ক্লোরিনের ওষুধ বিতরণের আগে দু’দিন ধরে (৩০ ও ৩১ মে) এই ঘটনা ঘটেছিল।

গ্রামবাসীরা বমি এবং ডায়রিয়ার মতো সমস্যায় ভুগছিলেন। পার্শ্ববর্তী সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। স্থানীয় বাসিন্দা দর্শন নায়কের অভিযোগ, সুরাট পুর-নিগম মানুষের প্রাথমিক চাহিদার জিনিস সামান্য পানীয় জলও সঠিকভাবে সরবরাহ করতে পারছে না। মৃতদের পরিবারের আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তিনি। পাইপে ফাটল থাকলেও তা কেন খেয়াল করেনি পুরনিগম, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। 

- Advertisement -

প্রাথমিক তদন্ত অনুসারে, দূষিত জল খাওয়ার কারণেই কারণে গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েছিলেন। পুরসভার বিশেষ দলও পরিদর্শনে গিয়ে পাইপলাইনে ফাটল দেখতে পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই ফাটল দিয়ে পানীয় জলের সঙ্গে নিকাশিনালার জল মিশে গিয়েছিল। বুধবার সুরাটের মেয়র হেমালি ওয়াঘাওয়ালা পরিস্থিতি পর্যালোচনা করে মৃতদের পরিবারপিছু এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। 

আপাতত ওই গ্রামে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন মেয়র। তিনি বলেন, পাইপলাইন মেরামত না হওয়া পর্যন্ত ওই গ্রামে ট্যাংকারে করে পানীয় জল সরবরাহ করা হবে। বাড়ি বাড়ি পুরসভার ট্যাংকার গিয়ে জল দিয়ে আসবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াঘাওয়ালা। উল্লেখ্য, কাঠোর গ্রামটি সম্প্রতি সুরাট পুরনিগমের অন্তর্ভুক্ত হয়েছিল। তারপরেই পুরসভা থেকে সেখানে পানীয় জলের পরিষেবা দেওয়া শুরু হয়।