করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে আগেই সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর, জারি নয়া নির্দেশিকা

0
504

কলকাতা: চলতি বছরে ভারতে আছড়ে পড়েছিল করোনার দ্বিতীয় ঢেউ। সেই পরিস্থিতিকে সামাল দিতে নাজেহাল অবস্থা হয়েছে গোটা দেশের। ভারতের বিভিন্ন রাজ্যগুলি বিভিন্ন নির্দেশিকা মেনে লকডাউন জারি করায় কিছুটা বাগে এসেছে সংক্রমণ। তবে সংক্রমণ কমলেও এখনই চিন্তামুক্ত হওয়ার কিছু নেই বলেই বারবার সাবধান করছেন বিশেষজ্ঞরা। কারণ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই বিশেষজ্ঞরা জানিয়েছেন আসবে করোনার তৃতীয় ঢেউ। এই তৃতীয় ঢেউে শিশুদের আক্রান্ত হওয়ার ভয় বেশী রয়েছে। ঠিক এই জন্য শিশু সুরক্ষায় রাজ্য স্বাস্থ্য দফতর আগে থেকে নয়া নির্দেশিকা জারি করেছে।

করোনা নিয়ে গবেষণাকারীরা জানাচ্ছেন করোনার তৃতীয় ঢেউে শিশুদের এবং সদ্যজাতদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল যা অন্যান্য বারের থেকে বেশী চিন্তার বিষয়। দ্বিতীয় ঢেউের মতো যাতে শিশু ও সদ্যজাতদের উপর করোনা মারাত্মক প্রভাব ফেলতে না পারে সেই কারণেই আগে থেকে সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। করোনার তৃতীয় ঢেউের হাত থেকে শিশুদের রক্ষা করার জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এবং কলকাতার সব মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিকে। করোনার তৃতীয় ঢেউ থেকে শিশু ও সদ্যজাতদের রক্ষা কবচের মতো রক্ষা করতে রাজ্য সরকার গঠন করছে একটি স্পেশাল টাস্কফোর্স।

- Advertisement -

পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় ও কোনও মায়ের কোল যাতে খালি না হয় তার জন্য জেলার প্রত্যেকটি সুপার স্পেশালিটি হাসপাতালে পেডিয়াট্রিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট, সদ্যজাতদের ইনটেনসিভ কেয়ার ইউনিট, বিশেষ ভাবে সদ্যজাতদের কেয়ার ইউনিট ( special rew-born care unit) গুলিকে উপযুক্ত পরিকাঠামো সহ প্রস্তুত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিশু সুরক্ষায় এক বিন্দু খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। প্রয়োজন হাসপাতালে বেড বাড়ানরও নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় বারে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যে ঘাটতি দেখা দিয়েছিল শিশু বা সদ্যজাতদের উপর সেই প্রভাব যাতে না পরে তা নিয়ে বার বার জেলার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করা হচ্ছে। এক কথায় বলতে গেলে করোনা নামক মারণ রোগের থেকে শিশুদের বাঁচাতে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর।