টুকড়ে টুকড়ে গ্যাং-এর সদস্য শাবানা, নাসিরুদ্দিন, জাভেদ আখতাররা: বিজেপি মন্ত্রী

0
37

নয়াদিল্লি: তাঁদের নিয়ে বিতর্কের অন্ত নেই। কখনও তাঁদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়। তো কখনও ভারতবর্ষে সুরক্ষিত বোধ করেন না বলে মন্তব্য করেন তাঁরাই। তাঁরা হলেন বুদ্ধিজীবী তারকা শাবানা আজমি, জাভেদ আখতার এবং নাসিরুদ্দিন শাহ। শুক্রবার শাবানা আজমি সহ বাকি দুই অভিনেতাকে ‘টুকড়ে টুকড়ে গ্যাং-এর (Tukde Tukde gang) স্লিপার সেল’ (বলে মন্তব্য করে বসেন মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র।

তিনি বলেন, “রাজস্থানে যখন কানহাইয়া লালের মুণ্ডচ্ছেদন করে হত্যা করা হয় তখন তাঁরা কিচ্ছু বলেননি। ঝাড়খণ্ডে যখন আমাদের মেয়েকে আগুনে পুড়িয়ে মারা হল তখনও তাঁরা মৌন ছিলেন। কিন্তু যখনই বিজেপি শাসিত রাজ্যে কোনও ঘটনা ঘটে অমনি তাঁদের মন্তব্যের ঝড় শুরু হয়”। বলা বাহুল্য, টেলিভিশনে বিলকিস বানোর ১১ জন ধর্ষণকারীকে মুক্তি দেওয়ার ঘটনায় এক সাক্ষাৎকারে কেঁদে ফেলেন শাবানা আজমি। টেলিভিশনে সেই সাক্ষাৎকার সম্প্রচারিত হওয়ার পরই এই মন্তব্য করেছেন মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী।

- Advertisement -

নরোত্তম মিশ্র আরও বলেন, “বিজেপি শাসিত রাজ্যে কিছু ঘটলেই দেশে থাকতে ভয় পেয়ে যান নাসিরুদ্দিন শাহ। কি করে ওনারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন! এখন আসল ঘটনা সকলেরই জানা”। গত ১৫ আগস্ট বিলকিস বানোর নৃশংসভাবে ধর্ষণকারীদের মুক্তি দেওয়ার নিয়ে সরব হয়েছিল সমগ্র দেশ। গুজরাট সরকারের এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েন দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, সমাজকর্মী সকলেই আঙ্গুল তোলে বিজেপি শাসিত রাজ্য গুজরাট প্রশাসনের দিকে। ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

সেই প্রসঙ্গেই শাবানা আজমি সাক্ষাৎকারে বলেন, “আমাদের কি দোষীদের শাস্তির দাবি জানানো উচিৎ নয়! এই দেশে একটি মেয়ে অসুরক্ষিত বোধ করছে। তাঁকে সুরক্ষা দেওয়া কি উচিৎ নয়? আমি আমার আগামী প্রজন্মকে কি বলব! আমি ভীষণ লজ্জিত বোধ করছি”। এই সাক্ষাৎকারের পরেই শাবানা, নাসিরুদ্দিন এবং জাভেদ আখতারকে টুকড়ে টুকড়ে গ্যাং-এর (Tukde Tukde gang) স্লিপার সেল বলে মন্তব্য করেন নরোত্তম মিশ্র।