তৃণমূল সাংসদের চাপে নেতাজির মৃত্যু নিয়ে ভোলবদল কেন্দ্রের

0
159

নয়া দিল্লি: লোকসভার সেন্ট্রাল হলে নেতাজির ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত বইয়ে সুভাষচন্দ্র বসুর দুর্ঘটনা প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে সচিবালয়। নেতাজির মৃত্যু মানুষের কাছে এখনও রহস্য। একাধিক ধারণা তৈরি আছে নেতাজিকে ঘিরে।তাইহোকু বিমানবন্দরে ১৯৪৫ সালের ১৮ আগস্ট নেতাজির ‘মৃত্যু’ নিয়ে সংশয় আছে। তার মধ্যেই গত আগস্টে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রকের প্রেস ইনফরমেশন ব্যুরো নেতাজির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ট্যু‌ইট করেছিল। তাতেই দানা বাঁধে বিতর্ক। এই নিয়ে সরব হন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তাঁর দাবি মেনেই এবার নেতাজির বিমান দুর্ঘটনা সংক্রান্ত বিতর্ক সংশোধন করেছে লোকসভা সচিবালয়।

নেতাজির জন্মবার্ষিকীতে সেন্ট্রাল হলে প্রকাশিত বইয়ে এবার নেতাজির মৃত্যু প্রসঙ্গ এড়িয়ে গেছে। যা দেখে খুশি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর। কেন্দ্রীয় সরকারেরই তৈরি অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ মুখোপাধ্যায় কমিশন বহুল প্রচারিত প্রসঙ্গে কোনও কথাই বলেনি। অথচ নেতাজির জন্মদিনে লোকসভার সচিবালয়ের প্রকাশিত পুস্তিকায় গতবার পর্যন্ত সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন এবং বিমান দুর্ঘটনার কথা উল্লেখ ছিল। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ করেন তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়। রাজ্যসভায় বিষয়টি উল্লেখও করেন৷ সুখেন্দুবাবুর দাবি, নেতাজি সংক্রান্ত বহু গোপন ফাইল এখনও কেন্দ্র প্রকাশ করছে না। সেগুলি প্রকাশ হোক। তাহলেই নেতাজির প্রতি যথাযথ সম্মান জানাবে কেন্দ্র৷

- Advertisement -

লোকসভার সচিবালয়কে চিঠি লিখে তিনি বিষয়টি সংশোধন করে নেওয়ার জন্য চাপ দেন। এ বছর যে পুস্তিকা প্রকাশিত হয়েছে, সেখানে দুর্ঘটনা প্রসঙ্গ উল্লেখই করেনি লোকসভার সচিবালয়। সুখেন্দুবাবু বলেছেন, এতদিনে সংসদ ভুল শুধরে নিল। ভারত সরকার নেতাজি সংক্রান্ত যেকোনও তথ্য প্রকাশের আগে যাতে সতর্ক থাকে তার অনুরোধ করেছেন তিনি।