মোদী সরকারকে স্বস্তি দিয়ে সিএএ সর্মথন রাজ ঠাকরের

0
138

মুম্বই: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গর্জে উঠেছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল৷ কংগ্রেস, টিএমসি, সপা, বিএসপি, বামেরা তো বটেই কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনাও সিএএ’র বিরুদ্ধে সরব৷ এই অবস্থায় সিএএ নিয়ে অবস্থান স্পষ্ট করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷

মোদী সরকারকে স্বস্তি দিয়ে সিএএ-কে সমর্থন করল এমএনএস৷ দলের সুপ্রিমো রাজ ঠাকরে ৯ ফেব্রুয়ারি সিএএ’র সমর্থনে বিশাল মিছিল বের করবেন৷ অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করে তাদের দেশ থেকে তাড়াতেই এই মিছিলের ডাক দেওয়া হয়েছে৷ রাজ ঠাকরে বলেন, ‘‘সিএএ নিয়ে বিতর্ক চলতেই পারে৷ কিন্তু অবৈধভাবে যারা দেশে এসেছে, তাদের কেন ভারতে আশ্রয় দেওয়া হবে?’’

- Advertisement -

তাঁর আরও সংযোজন, কিছু বিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন৷ ভারতের মৌলবীরা অন্য দেশে যান৷ অন্য দেশে গিয়ে কী করেন কেউ খোঁজ রাখে না৷ পুলিশও কিছু করতে পারে না৷

একসময় রাজ ঠাকরে শিবসেনার সঙ্গেই যুক্ত ছিলেন৷ সম্পর্কে তিনি উদ্ধব ঠাকরের তুতো ভাই৷ দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ডান হাত বলেই পরিচিত ছিলেন৷ বাল ঠাকরের মৃত্যুর পর দলের উত্তরাধিকারী হিসেবে উদ্ধব ঠাকরেকে বেছে নেওয়ায় অভিমানে দল ছাড়েন রাজ৷ গড়ে তোলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা৷ শিবসেনার মতোই হিন্দুত্ববাদীই হল এমএনএসের মূল অ্যাজেন্ডা৷