প্রজাতন্ত্র দিবসে মহিলা বাইক চালকের বাহিনী এবার রাজপথে

0
122

নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসের দিন মহিলাবাহিনীর বাইক স্টান্ট হতে চলেছে রাজপথের অন্যতম সেরা আকর্ষণ। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মহিলা বাইক চালকের দলকে দেখা যাবে দুঃসাহসিক স্টান্ট দেখাতে৷ এমনটাই জানিয়েছেন কর্মকর্তারা। রাজপথে এই মহিলা সদস্যদের দল ৩৫০ সিসি রয়্যাল এনফিল্ড বুলেটে প্রদর্শন করবেন অ্যাক্রোবেটিক স্টান্ট।

৯০ মিনিটের দীর্ঘ প্যারেডের শেষে থাকবে ৬৫ জন মহিলাদের নিয়ে তৈরি এই দল। মুখ্য ভূমিকায় থাকবেন র‍্যাপিড অ্যাকশন ফোর্সের ইন্সপেক্টর সীমা নাগ। সিআরপিএফ-এর প্রশিক্ষকেরা নিখুঁতভাবে এই সদস্যদের নির্বাচন করেছেন। সদস্যদের মধ্যে সকলেই বয়স ২৫-৩০ বছরের মধ্যে। বিভিন্ন ফোর্সের ভিন্ন পদে থাকা মহিলাদের এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।

- Advertisement -

এশিয়ায় প্রথম সশস্ত্র মহিলাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয় ১৯৮৬ সালে। বর্তমানে এমন ৬টি দল আছে এবং প্রত্যেকটিতে প্রায় ১ হাজার জনেরও বেশি কর্মী আছে। ২০১৮ সালের প্যারেডে বর্ডার সিকিউরিটি ফোর্সের মহিলা বাইক চালকের দল একই ভাবে স্টান্ট প্রদর্শন করেছিল। এই বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ৬৫ জনের নারীবাহিনী ৯টি স্টান্ট দেখাবেন৷ হিউম্যান পিরামিডের আকারে বিন্যস্ত হয়ে স্টান্ট শেষ হবে।
ঐতিহ্যকে বজায় রেখে প্রত্যেক বছরেই বিভিন্ন ফোর্স থেকে নারীবাহিনী সুযোগ পান রাজপথে এই স্টান্ট প্রদর্শনের৷ ২০২০ তে রাজপথে নামার সুযোগ পেলেন সিআরপিএফ-এর মহিলা কর্মীরা। সিআরপিএফ-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এম ধিনাকরণ জানান, মহিলাদের সর্বস্তরে সুযোগ দেওয়ার জন্যই ২০১৪ থেকে এই স্কোয়াড চলে আসছে।