স্বাধীনতা দিবসে লাল কেল্লায় বিশেষ অতিথি দেশের অলিম্পিয়ানরা, আমন্ত্রণ পাঠাবেন মোদী

0
207

খাস খবর ডেস্ক: এই বছর ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন হবে। স্বাধীনতা দিবসের মত বিশেষ দিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাল কেল্লায় আমন্ত্রণ জানাবেন বিশেষ অতিথিদের। সমগ্র ভারতীয় অলিম্পিক দলকে বিশেষ অতিথি হিসেবে লাল কেল্লায় আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রণের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে সকলের সঙ্গে দেখা করবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন।

লাল কেল্লায় অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলিম্পিকে অংশগ্রহণকারী সকল ভারতীয় ক্রীড়াবিদদের তার বাসভবনে আমন্ত্রণ জানাবেন। বলা বাহুল্য যে, এমনটা ভারতের ইতিহাসে এই প্রথম হতে চলেছে। এই প্রথম অলিম্পিকে অংশ নেওয়া সমস্ত ক্রীড়াবিদরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লাল কেল্লায় আমন্ত্রণ জানানো হবে।

- Advertisement -

আরও পড়ুন: দেশে ফিরলেন সিন্ধু, ঢাক-ঢোল বাজিয়ে জানানো হল উষ্ণ অভ্যর্থনা

টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিকে ভারতের খেলোয়াড় এবং ম্যানেজমেন্ট সহ মোট ২২৮ জন গিয়েছে। ১২০ জন ক্রীড়াবিদ রয়েছেন, বাকি সকলে কোচ এবং অন্যান্য সদস্য। ভারত এখন পর্যন্ত অলিম্পিক গেমসে একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। তবে পুরুষ ও মহিলা হকি দলের কাছ থেকে পদকের আশা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী নিয়মিতভাবে টোকিওতে অলিম্পিকের লড়াইয়ে থাকা ক্রীড়াবিদদের উৎসাহিত করেন এবং অনেক খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছেন।