দেশে ফিরলেন সিন্ধু, ঢাক-ঢোল বাজিয়ে জানানো হল উষ্ণ অভ্যর্থনা

0
63

খাস খবর ডেস্ক: টোকিও অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পি.ভি. সিন্ধু। এই জয়ের সঙ্গে সিন্ধু প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে পরপর দুটি অলিম্পিক গেমসে দেশের হয়ে পদক জিতলেন। মঙ্গলবার ভারতে ফিরেছেন এই তারকা শাটলার। অলিম্পিক গেমসে ভারতের সম্মান বাড়িয়েছেন তিনি, সিন্ধুকে দিল্লি বিমানবন্দরে ঢাক ঢোল সহ জাঁকজমকপূর্ণ ভাবে স্বাগত জানানো হল। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বহু মানুষ।

মিডিয়ার সামনে সিন্ধু বলেন, “আমি খুব খুশি। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমাকে সমর্থন ও উৎসাহ দিয়েছে। এটা খুবই আনন্দের মুহূর্ত।” উল্লেখ্য, এবারের অলিম্পিকে ভারতের হয়ে দ্বিতীয় পদক জেতেন পি.ভি. সিন্ধু। ব্রোঞ্জ মেডেল ম্যাচে প্রতিপক্ষ চিনের হি বিংজিয়াওকে হারিয়ে ব্রোঞ্জজয়ী সিন্ধু। তিনি ২১-১৩, ২১-১৫ স্ট্রেট গেমে পরাজিত করেন বিংজিয়াওকে।

- Advertisement -

আরও পড়ুন: IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন লড়াই, পরিকল্পনা জানালেন বিরাট

আরও পড়ুন: মেক্সিকোকে হারিয়ে অলিম্পিক ফাইনালে, সোনা জেতার লড়াইয়ে ব্রাজিল

রিও অলিম্পিক্সের ফাইনালেও দুর্দান্ত লড়াই করে রৌপ্যপদক জিতেছিলেন সিন্ধু। সিন্ধু কোয়ার্টার ফাইনালে জাপানের প্রতিপক্ষকে হাড্ডাহাড্ডি লড়াইতে হারানোর পর সেমিফাইনালেও জয়ের আশায় বুক বেঁধেছিল গোটা দেশ। শনিবার সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হয়ে যায় সিন্ধুর। চিনা প্রতিপক্ষ তথা বিশ্বের এক নম্বর শাটলারের কাছে হেরে যান তিনি। যদিও সিন্ধুর ব্রোঞ্জ জয়ে খুশী দেশবাসী।