‘খেলা হবে’ নয়, সপা-র মিছিলে স্লোগান উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’

তৃণমূলের 'খেলা হবে' স্লোগান হাতিয়ার করে বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেছিল অখিলেশের সমাজবাদী পার্টি। কানপুরে ওই স্লোগান নিয়ে প্রচারও শুরু হয়েছিল।

0
74

খাস খবর ডেস্ক: তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান হাতিয়ার করে বিধানসভা নির্বাচনের ময়দানে নেমেছিল অখিলেশের সমাজবাদী পার্টি। কানপুরে ওই স্লোগান নিয়ে প্রচারও শুরু হয়েছিল। আর ওই রাজ্যের অপর শহর আগ্রাতে সপার মিছিলে শোনা গেল, ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান।

আরও পড়ুন- তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেই হেরেও মুখ্যমন্ত্রী মমতা: শুভেন্দু

- Advertisement -

তিন বছর পরে লোকসভা নির্বাচন। তার আগে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। কেন্দ্র থেকে বিজেপিতে হঠাতে ওই রাজ্যের নির্বাচনে নজর দিয়েছে অবিজেপি দলগুলি। কিন্তু অবিজেপি দলের মিছিল থেকে শোনা গেল ভয়ানক স্লোগান। জাতীয় রাজধানী দিল্লির অদূরে আগ্রা শহরের ওই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- সাত বছরের শিশুকে যৌন হেনস্থার জেরে উত্তাল শিল্পনগরী

উত্তরপ্রদেশের প্রাক্তন শাসকদল সমাজবাদীর পার্টির পক্ষ থেকে আগ্রায় একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। আর সেই মিছিল থেকেই দেওয়া হল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। বিতর্কিত ওই স্লোগান ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। যা হাতিয়ার করে পালটা আসরে নেমে গিয়েছে বিজেপি। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি খাস খবর।

আরও পড়ুন- দিলীপ ঘোষ লিভ ইন করেন, রাজ্যপাল পরকীয়া: মদন মিত্র

পদ্ম শিবিরের পক্ষ থেকে আগ্রার সপা-র মিছিলের ভিডিও পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়। আর সেই ভিডিও-র স্লোগানে লেখা হয়েছে, “সমাজবাদী পার্টির আগ্রা জেলার অধ্যক্ষ ওয়াজিদ নিসারের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে যে মিছিল বের করা হয়েছে সেখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে। তাহলে এটা ভাবা কি খুব অসঙ্গত যে, সমাজবাদী দল এবার পাকিস্তান থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে?”

যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন সপা নেতা ওয়াজিদ নিসার। তিনি পাল্টা অভিযোগ করেছেন, সমাজবাদী পার্টির ভাবমূর্তি নষ্ট করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশ পুলিশ।