রাজ্যে খুব শীঘ্র বন্ধ হতে চলেছে অনলাইন গেমিং

0
48
online gaming

ভোপাল: অনলাইম গেমিং (Online gaming )বর্তমান প্রজন্মের উপর মারাত্মক প্রভাব ফেলছে। এই গেমের নেশায় বুঁদ হয়ে অনেকেই তাঁদের লক্ষ্য থেকে সরে আসছে। এমনকি নষ্ট হচ্ছে পড়াশোনা। এমনকি খোয়া যাচ্ছে টাকাও। অনলাইম গেমিং-এর চক্করে প্রাণ গিয়েছে বহু জনের। অবিভাবকদের কাছে যথেষ্ট চিন্তার বিষয় হয়ে উঠছে অনলাইম গেমিং। সেই আবহেই এবার বড় ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী। জানালেন রাজ্যে নাকি খুব শীঘ্র বন্ধ হতে চলেছে অনলাইন গেমিং।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র রবিবার ঘোষণা করেছেন যে শীঘ্রই রাজ্যে অনলাইন গেমিং নিষিদ্ধ করা হবে। তিনি বলেন, স্বরাষ্ট্র বিভাগ অনলাইন গেমিং নিষিদ্ধ করতে আইনের খসড়া তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুয়া আইন সংশোধন করে অনলাইন গেমিংকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, এর একটি খসড়া তৈরি করা হয়েছে এবং সম্ভবত একটি নিয়ন্ত্রক সংস্থাও তৈরি করা হবে। খসড়াটি এখন সিনিয়র সচিবদের একটি কমিটি দ্বারা পরীক্ষা করা হবে, তারপরে এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। এর পরেই মধ্যপ্রদেশে অনলাইন গেমিং নিষিদ্ধ করা হবে।

- Advertisement -

আরও পড়ুন- চিরনিদ্রায় শুয়ে Aindrila, এক দৃষ্টিতে তাকিয়ে সব্যসাচী, আর যে দেখা হবে না দুজনের

মন্ত্রী আরও বলেছেন, “মধ্যপ্রদেশে কীভাবে অনলাইন গেম নিষিদ্ধ করা যায় তার প্রস্তাব এখন সিনিয়র কমিটির কাছে পেশ করা হবে। আমরা আপনাকে বলি যে ভোপালে ফ্রি ফায়ার গেম খেলতে ক্লাস ফাইভের এক শিশুর মৃত্যুর পরে, রাজ্যে অনলাইন গেমগুলি নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ করার জন্য একটি আইন ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে, সরকার এর খসড়া তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছিল।” স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, অনলাইন গেম নিষিদ্ধের ফরম্যাট তৈরি করা হয়েছে। শীঘ্রই রাজ্যে আইনটি কার্যকর করা হবে।

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor