ভোল পালটাবে নিউ দিল্লি স্টেশন, সামনে এল সেই ছবি

0
106

ভোল বদলে যাচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের (new delhi railway station)। চোখ ধাঁধানো নকশা ঝাঁ চকচকে রূপে ধরা দেবে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। প্রতিদিন কয়েক হাজার যাত্রী এই স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। দেশের মধ্যে অন্যতম ব্যস্ত স্টেশন নিউ দিল্লি। ভারতীয় রেলওয়ে সারাদেশে রেলস্টেশনের পুনর্বিন্যাস করছে। ভোপালের রানি কমলাপতি, গুজরাতের গান্ধীনগর এবং বেঙ্গালুরুতে স্যার এম বিশ্বেশ্বরায় রেলওয়ে টার্মিনালের মতো রেলওয়ে স্টেশনগুলি ইতিমধ্যেই আধুনিক রূপ পেয়েছে। ভারতীয় রেলওয়ে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের প্রস্তাবিত ভবিষ্যত বাহ্যিক নকশা শেয়ার করেছে।

- Advertisement -

মিডিয়া রিপোর্ট অনুসারে, পুনর্নির্মাণ পরিকল্পনার জন্য প্রায় ৪,৭০০ থেকে ৪,৮০০ কোটি টাকা খরচ হতে পারে। এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে।নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের (new delhi railway station) পুনঃউন্নয়ন হল সবচেয়ে বড় পুনঃউন্নয়ন প্রকল্পগুলির মধ্যে একটি।