এটিকে মোহনবাগান পারেনি, অপরাজেয় মুম্বইকে মাটি ধরাল ইস্টবেঙ্গল

0
125

সব্যসাচী ঘোষ : এই ম্যাচের আগে প্রায় প্রত্যেক সমর্থকরায় আশা করেছিল ইস্টবেঙ্গল মুষড়ে পড়বে। আগের দলগুলির তুলনায় অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষ মুম্বই সিটি। তবে স্টিফেন কনস্টানটাইনের নেতৃত্বে ইস্টবেঙ্গল দেখিয়ে দিল এভাবেও ফিরে আসা যায়। অনবদ্য আক্রমণ, দুর্দান্ত লড়াই। ডুরান্ড কাপে গ্রুপের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের খেলাকে কার্যত এই ভাবেই ব্যাখ্যা করা যায়। শক্তিশালী মুম্বই সিটি এফসিকে ৪-৩ ফলে হারিয়ে ডুরান্ড অভিযান শেষ করল ইমামি ইস্টবেঙ্গল এফসি।

এই জয়ের নায়ক নিঃসন্দেহে ক্লেইটন সিলভা। যেভাবে ৯০ মিনিট অবধি আক্রমণকে নেতৃত্ব দিলেন, অনবদ্য। এবং এদিন সমর্থকদের চক্ষুশূল থেকে হিরো হয়ে গেলেন সুমিত পাসি। জোড়া গোল করেন ক্লেইটন ও পাসি। তবে মুম্বই দুর্দান্ত লড়াই দেয়। জর্জে পেরেইরা ডিয়াজ ও গ্রেগ স্টুয়ার্ট সমৃদ্ধ মুম্বইয়ের আক্রমণ বারবার চাপ দিচ্ছিল ইস্টবেঙ্গলকে। দুইবার দুই গোলে পিছিয়ে থাকার পর গ্রেগ স্টুয়ার্ট ও লালিয়ানজুয়ালা ছাংতের জোড়া গোলে সমতা ফেরায় মুম্বই।

- Advertisement -

তবে ৮১ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে ম্যাচ জিতিয়ে দেন ক্লেইটন। এবং এই জয়ে কিশোর ভারতী স্টেডিয়ামে উপস্থিত লাল-হলুদ জনতা আপ্লুত। ইস্টবেঙ্গলের এই জয়ে আবারও উঠে এল সবুজ-মেরুন দলের প্রসঙ্গ। বস্তত, এই শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধেই ড্র করেছিল এটিকে মোহনবাগান। ফলে খেলা দেখে “জয় ইস্টবেঙ্গল” ধ্বনি দিতে দিতে ইস্টবেঙ্গল সমর্থকরা চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে কটাক্ষ করতে ছাড়ছে না। ডার্বি হারার ক্ষততে প্রলেপ।