Netaji’s kin to PM Modi: ভারতীয় টাকায় নেতাজির ছবি রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি সুভাষচন্দ্রের আত্মীয়ের

অনেকেই দাবি করেন ভারতীয় নোটে যদি গান্ধীজীর ছবি থাকতে পারে তবে নেতাজির ছবি নয় কেন। মহাত্মা গান্ধী যেমন অবদান রয়েছেন তেমনি দেশ স্বাধীনের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানও অতুলনীয়।

0
593

নয়াদিল্লি: ভারতীয় টাকায় কি নেতাজির ছবি ব্যবহার করা হবে এই প্রশ্ন অনেক দিনের। কেন্দ্ররে কাচ থেকে উত্তরও চাওয়া হয়েছিল। তবে মেলেনি কোনও সদুত্তর। অনেকেই দাবি করেন ভারতীয় নোটে যদি গান্ধীজীর ছবি থাকতে পারে তবে নেতাজির ছবি নয় কেন। মহাত্মা গান্ধী যেমন অবদান রয়েছেন তেমনি দেশ স্বাধীনের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানও অতুলনীয়। তাই এবার নেতাজির আত্মীয় সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা চিঠি লিখেছেন। যেখানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে ভারতীয় টাকায় স্বাধীনতা সংগ্রামী নেতাজির ছবি রাখার।

চন্দ্র বসু, যিনি একজন বিজেপি নেতাও, তিনি ২৩ শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি লিখেছিলেন। এটা মনে করানো দরকারই নেই ২৩ ২৩ শে জানুয়ারি দেশমাতার সোনার ছেলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। একটি নয় পয়েন্টার চিঠিতে, নেতাজির পরিবারের চন্দ্র বসু বলেছেন, তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য তাঁর পরামর্শ মোদীর কাছে জমা দিয়েছেন। চন্দ্র বসু প্রধানমন্ত্রী লিখেছিলেন, “ইন্ডিয়া গেট, নয়াদিল্লির সামনে নেতাজির মূর্তি তৈরি করুন। ভারতীয় জাতীয় সেনাবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাল কেল্লায় আইএনএ স্মৃতিসৌধ তৈরি করুন, যারা আমাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সারা দেশে নেতাজির অন্তর্ভুক্তিমূলক আদর্শকে বাস্তবায়ন করুন। নেতাজি যে নতুন ভারত কল্পনা করেছিলেন তার জন্য সমস্ত সম্প্রদায়কে একত্রিত করুন।”

- Advertisement -

আরও পড়ুন- Gang Rape: নির্ভয়া কাণ্ডের ছায়া, ষোড়শীকে ধর্ষণের পর যৌনাঙ্গে ঢোকানো হল অস্ত্র

চিঠিতে তিনি নেতাজিকে সম্মান জানাতে ২৩ শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করতে বলেছেন। একইসঙ্গে তিনি আজাদ হিন্দ ফৌজের বীরত্ব সম্পর্কে সারা দেশের মানুষ জানতে ট্রেনের চারটি কোচকে ভ্রাম্যমাণ নেতাজি জাদুঘরে রূপান্তর করার কথাও বলেছিলেন। উপরিউক্ত কথা ছাড়াও ভারতীয় গেজেটকে তিনি লিখেছেন, প্রতি বছর ২১ অক্টোবর দিল্লির লাল কেল্লায় পতাকা উত্তোলন নিশ্চিত করার কথা। শুধুতাই নয় তিনি ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর দ্বারা প্রতি বছর ৩০ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতীয় পতাকা উত্তোলনের জন্যও বলেছিলেন। এই কথা জানিয়েছেন কারণ ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপ্রধান নেতাজির পতাকা উত্তোলনের স্মরণ করারা জন্য।

আরও পড়ুন- Procession: বিউটি পার্লার চালু থাকলে জিম কেন নয়, প্রশ্ন তুলে রাজপথে মিছিল

উল্লেখ্য, নেতাজি অন্তর্ধান রহস্য রয়েই গিয়েছে। আজও কেউ জানেন না সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানে পরবর্তী সময়ের ঘটনা। নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনে একাধিকবার তদন্ত কমিশন গঠিত হলেও আদতে তা একটি সময়ের পর গিয়ে থমকে গিয়েছে৷ ১৯৪৫ সালের তাইহোকুতে আদৌ কোনও বিমান দুর্ঘটনা হয়েছিল কি না, তা নিয়েও বিস্তর প্রশ্ন রয়েছে৷ এই প্রেক্ষিতেই হরেন বাগচি নামে এক ব্যক্তি সম্প্রতি নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন৷ কেমন আছেন নেতাজি? জীবিত নাকি মৃত? যদি মৃত্যু হয়েও থাকে তাহলে কখন, কোথায়, কবে এবং কীভাবে? এসবেরই পুঙ্খানুপুঙ্খ তথ্য কেন্দ্রের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট৷ তবে এই সবের উত্তর এখন অধরা।