Narayan Debnath: শিল্পী নারায়ণ দেবনাথকে পদ্মশ্রীতে ভূষিত করল সরকার

0
1689

কলকাতা: গুরুতর অসুস্থ জনপ্রিয় কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ (Narayan Debnath Hospitalized)। ভর্তি রয়েছেন বেলভিউয়ের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে৷ বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে গিয়েই তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় সরকারের পক্ষ থেকে৷

কেন্দ্রীয় সরকারের তরফে এদিন বিকেলে বেলভিউতে জনপ্রিয় কার্টুনিস্ট নারায়ণবাবুকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করতে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব৷ হাসপাতাল সূত্রের খবর, অসুস্থ নারায়ণবাবুর পদ্মশ্রী সম্মান এদিন তুলে দেওয়া হয় তাঁর নাতনি আলিশিয়ার হাতে৷

- Advertisement -

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ডিসেম্বর থেকে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন নারায়ণ দেবনাথ৷ শারীরিক অবস্থা অত্যন্ত জটিল৷ এদিন দুপুরের পর থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে৷ এরপরই সরকারের তরফ থেকে জনপ্রিয় এই কার্টুনিস্টকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তড়িঘড়ি রাজ্যের তরফে মন্ত্রী ও রাজ্যের পদস্থ আধিকারিক হাজির হন বেলভিউতে৷

ইতিমধ্যে নারায়ণবাবুর ছেলে কোভিড আক্রান্ত৷ তবে নারায়ণবাবু কোভিড আক্রান্ত নন বলেই বেলভিউ নার্সিংহোমের তরফে জানানো হয়েছে৷ তবে সেঞ্চুরি থেকে মাত্র দু’কদম দূরে দাঁড়িয়ে থাকা শিল্পীর শারীরিক অবস্থা এতটাই সঙ্কট জনক যে তাঁকে রক্ত দিতে হচ্ছে৷ সমস্যা রয়েছে শ্বাসপ্রশ্বাসেও৷ শিল্পীর চিকিৎসা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই বেলভিউয়ের তরফে বিশেষ মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে৷

হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে এবং বাঁটুল দি গ্রেটের মত বিভিন্ন কালজয়ী কমিক্সের স্রষ্টা নারায়ণ দেবনাথ। জনপ্রিয় এই কার্টুনিস্টের জন্ম ১৯২৫ সালে হাওড়ার শিবপুরে। অতীতে কেন্দ্র ও রাজ্যের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি৷ এবারে পেলেন পদ্মশ্রী সম্মানও৷

আরও পড়ুন: প্রবাদপ্রতিম কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের চিকিৎসার দায়িত্ব নিলেন রাজ্যপাল ধনকর