জাতীয় পতাকার চূড়ান্ত অবমাননা, তিরঙ্গা দিয়ে পরিষ্কার করা হচ্ছে তরমুজ

0
14

খাস খবর ডেস্ক: জাতীয় পতাকা দেশের গর্ব। যদি কেউ সেই পতাকার অবমাননা করে, তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক ব্যক্তিকে জাতীয় পতাকার চূড়ান্ত অবমাননা করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: ৭ রাজ্যে ৭ মেগা টেক্সটাইল পার্ক, ২০ লক্ষ মানুষকে চাকরি দেবে কেন্দ্রীয় সরকার

- Advertisement -

ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসিতে ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে যে জনৈক ব্যক্তি জাতীয় পতাকা দিয়ে তরমুজের ধুলো ঝাড়ছেন। অনুমান করা হচ্ছে, লোকটি একটি ফলের দোকানের মালিক। জনৈক স্থানীয় ব্যক্তি ঘটনার ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে বিষয়টি সামনে আসে।

এই ভিডিওতে ওই ব্যক্তিকে জাতীয় পতাকা দিয়ে তরমুজের ধুলো পরিষ্কার করতে দেখা গিয়েছে। তিরঙ্গাকে অসম্মান করার ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে দিল্লিতে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে তার টু-হুইলার পরিষ্কার করার জন্য জাতীয় পতাকা ব্যবহার করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ব্যক্তিকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল। ঝাঁসিতে-ও জাতীয় পতাকার অবমাননার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।